বাংলাকে ঘুরে দাঁড়ানোর কোন টোটকা দিলেন নোবেলজয়ী?

বাংলাকে ঘুরে দাঁড়াতে গেলে নতুন প্রতিভা আকর্ষণ করতে হবে। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। আনন্দবাজার পত্রিকার প্রাক্তন ম্পাদক অভীক সরকারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বললেন, বিগত প্রায় চার দশকে দেশের মানচিত্রটা অনেক বদলে গেছে। উদাহরণ দিয়ে তিনি বললেন এক সময় এই কলকাতায় প্রচুর তামিল ব্রাহ্মণ আসতেন। দ্রাবিড় আন্দোলনের ধাক্কায় তাঁরা দক্ষিণ কলকাতা এসে বসবাস করতেন। তাঁরা মনে করতেন তামিলনাড়ুর তুলনায় কলকাতা অনেক ভাল জায়গা। নানা রাজ্য থেকে এই শহরে মানুষ এসে বসবাস করতেন। কিন্তু এখন সবাই বেরিয়ে যাচ্ছেন। কমবয়সীরা সুযোগ পেলেই শহর ছাড়ছেন। অর্থাৎ এটাই প্রমাণ করে এই শহর আর প্রতিভাবানদের আকর্ষণ করছে না। এই অবস্থা থেকে বাংলাকে যদি ঘুরে দাঁড়াতে হয় তাহলে নতুন প্রতিভাকে আকর্ষণ করার প্রকল্প হাতে নিতে হবে। আর সেটা করার জন্য সামাজিক প্রকল্পগুলিকে রাজ্য সরকারের ঢেলে সাজাতে হবে।

রাজ্য সরকার আগেই জানিয়েছে, নোবেলজয়ীর পরামর্শ তাঁরা নেবেন। নোবেলজয়ীর এই গোড়া ধরে নাড়ানোর পরামর্শ রাজ্য কতটা বাস্তবে প্রয়োগ করার ইচ্ছা প্রকাশ করে, সেটাই দেখার।

Previous articleপাঁচ বছরে পাঁচ কোটি চাকরির লক্ষ্যমাত্রা কেন্দ্রের
Next articleশনিবার অবধি মেঘলা-বৃষ্টি চলবে