কালীপুজোয় কমানো হচ্ছে না মেট্রোর সংখ্যা

সাধারণত ছুটির দিনে কম ট্রেন চালানো হয়। ছুটির দিনে আবার কোনও অনুষ্ঠান থাকলে বিশেষ সূচিতে ট্রেন চালানো হয়। অনেক সময় ট্রেনের সংখ্যা কমানো হয়। কিন্তু আগামী রবিবার কালীপুজোর দিন একই সংখ্যক ট্রেন চলবে মেট্রোয়।

মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই দিন আপ-ডাউন মিলিয়ে দমদম থেকে কবি সুভাষ স্টেশনের মধ্যে অন্যান্য রবিবারের মতোই ১২৪টি ট্রেন চালানো হবে। তার মধ্যে আপ-ডাউন মিলিয়ে নোয়াপাড়া স্টেশনকে কেন্দ্র করে চালানো হবে ৬১টি ট্রেন।

Previous articleপ্রাথমিক আভাসেই মহারাষ্ট্র-হরিয়ানাতে শুরু গেরুয়া শিবিরের দীপাবলী
Next articleপাঁচ বছরে পাঁচ কোটি চাকরির লক্ষ্যমাত্রা কেন্দ্রের