ফের দলের দায়িত্ব নিয়ে আশা জাগালেন সোনিয়া

পুরনো চাল যেমন ভাতে বাড়ে তেমনি সোনিয়া গান্ধী ফের দায়িত্ব নেওয়ার পর আশা বাড়ালো কংগ্রেস। যাবতীয় বুথফেরত সমীক্ষার হিসাব ওলোটপালট করে হরিয়ানায় গতবারের চেয়ে 16 টি আসন বাড়িয়েছে কংগ্রেস আর মহারাষ্ট্রে কংগ্রেস-এনসিপি জোট গতবারের চেয়ে 17 টি আসন বেশি পেয়েছে। হরিয়ানায় ভূপেন্দ্র সিং হুডার উপর দায়িত্ব ছেড়েছিলেন সোনিয়া, অন্যদিকে মহারাষ্ট্রে ভরসা করেছিলেন এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ারের উপর। রাজ্যওয়াড়ি প্রার্থী বাছাই বা প্রচার কৌশল রচনায় স্থানীয় দায়িত্বপ্রাপ্তদের উপরেই ভরসা করেছিলেন। কংগ্রেসে নবীন-প্রবীণ লবির তীব্র দ্বন্দ্বের আবহেও সভানেত্রী সোনিয়া গান্ধীর স্ট্র্যাটেজি ক্লিক করেছে। লোকসভা ভোটে বিজেপির বিপুল জয়, নরেন্দ্র মোদির ইমেজ, 370 ধারা ইস্যুতে ব্যাপক প্রচারের পরও কংগ্রেসের উল্লেখযোগ্য ভোটবৃদ্ধি ও আসনবৃদ্ধি সোনিয়ার নেতৃত্বের কার্যকারিতাকেই আবার প্রমাণ করল।

 

Previous articleদুই রাজ্যের ফল দেখে কী বললেন চিদম্বরম?
Next articleএবার উত্তরবঙ্গের কালীপুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী