বিজেপির একমাত্র পুঁজি “ধর্ম” এবার কাজে আসেনি, দাবি সোমেনের

মহারাষ্ট্র ও হরিয়ানা, এই দুই রাজ্যের নির্বাচন এবং গোটা দেশজুড়ে উপনির্বাচনে ফিকে হয়েছে গেরুয়া রং। বিজেপিকে টক্কর দিয়েছে কংগ্রেস ও আঞ্চলিক দলগুলো। সমস্ত সমীক্ষাকে ভুল প্রমাণ করে দুরন্ত ফলাফল করেছে কংগ্রেস। এই ফলাফল আগামী দিনে কংগ্রেসকে নতুন অক্সিজেন দেবে বলেই মনে করছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র।

মহারাষ্ট্রে এবারও শেষপর্যন্ত জোটসঙ্গী শিবসেনাকে সঙ্গে নিয়ে সরকার গড়বে বিজেপি। তবে তাদের আসন অনেকটাই কমেছে। অন্যদিকে, ত্রিশঙ্কু হরিয়ানা বিধানসভায়। এখানে দুই সর্বভারতীয় দলের মধ্যে কিংমেকার হতে চলেছে জেজেপি। তারা যাকে সমর্থন করবে, হরিয়ানায় সরকার করবে সেই দল।

তবে সোমেন মিত্র, সরকার গঠনের বিষয়টিকে দূরে সরিয়ে রেখে জানালেন, “বিজেপি ঘোড়া কেনাবেচা করতে ওস্তাদ। ওদের অনেক টাকা। কিন্তু ওদের উপর থেকে মানুষের বিশ্বাস পুরোপুরি সরে গিয়েছে। রাম মন্দির আর ধর্মই ওদের পুঁজি। মানুষে এখন সেটা বুঝে গিয়েছে। বেকারত্ব, খিদের জ্বালা, আর্থিক কেলেঙ্কারি, কৃষক আত্মহত্যা, জিএসটির মধ্যে ধর্মে কারও মন থাকেনা। তাই বিজেপির এই ভরাডুবি।”

আরও পড়ুন-Breaking: বিজেপির বিজয়া সম্মিলনীতে সৌরভের বৌদি

 

Previous articleBreaking: বিজেপির বিজয়া সম্মিলনীতে সৌরভের বৌদি
Next articleবঙ্গবিজয় এক অলীক স্বপ্ন