Thursday, August 28, 2025

মহারাষ্ট্রে ম্যাজিক ফিগার ছুঁয়েও চিন্তায় গেরুয়া শিবির

Date:

সমীক্ষায় ইঙ্গিত ছিলই। সেই মতো মহারাষ্ট্রে কংগ্রেস-এনসিপি জোটকে পিছনে ফেলে জিতল বিজেপি-শিবসেনা জোট। তবে সেই হাওয়ায় বিজেপির দাপট বেশ কিছুটা কম। প্রভাব বাড়ছে শিবসেনার। রাজনৈতিক মহলের একাংশের মতে, আড়াই বছর করে দু’দলের মুখ্যমন্ত্রী করার প্রস্তাবও দিতে পারে শিবসেনা। এদিকে, বিজেপির কপালে চিন্তার ছাপ ফেলেছে কংগ্রেস-এনসিপি জোট। তাদের আসন সংখ্যা বেড়েছে।

এর পরিস্থিতিতে মহারাষ্ট্রে ক্ষমতার রাশ কার হাতে থাকবে? তা নিয়ে চাপ-পাল্টা চাপের খেলা চলতে পারে। নিজেদের আসন সংখ্যা কমে যাওয়া এবং বিরোধীদের আসন সংখ্যা বৃদ্ধি হওয়ায় শিবসেনার প্রস্তাব সহজে ফেলতে পারবে না বিজেপি। এরমধ্যে এনসিপির সঙ্গে শিবসেনা জোটে যেতে পারে বলেও ইঙ্গিত মিলিছে। তবে সেই সম্ভাবনা উড়িয়ে দিয়ে শিবাসেনা নেতা সঞ্জয় রাউত বলেন, বিজেপি-শিবসেনা জোটই সরকার গড়ছে।

এই পরিস্থিতিতে মহারাষ্ট্র বিধানসভায় নির্বাচনের ফল কী, যার জোরে দর বাড়াচ্ছে শিবসেনা? মোট আসন সংখ্যা ২৮৮। গণনার শেষে দেখা যাচ্ছে, বিজেপি-শিবসেনা জোটের ঝুলিতে যাচ্ছে ১৫৯টি আসন। এর মধ্যে এখনও পর্যন্ত বিজেপি পেয়েছে ৯৭টি। কংগ্রেস-এনসিপি জোট পেয়েছে ৯৯।

আগের বারের বিধানসভা ও লোকসভা ভোটের ফলের প্রেক্ষিতে এবার ভোটের আগে কম আসনে প্রার্থী দেওয়ার শর্তে জোটে রাজি হয় শিবসেনা।
কিন্তু এবার আসন কমছে বিজেপির। তবে, শিবসেনা আসন সংখ্যা ধরে আছে। এই পরিস্থিতিতে বিজেপি তাদের দাবি না মানলে, বিরোধী জোটে সামিল হতে পারে শিবসেনা। সেক্ষেত্রে ক্ষমতা হাতছাড়া হবে গেরুয়া শিবিরের। এখন আঞ্চলিক দল হিসেবে শিবসেনাই ‘কি ফ্যাক্টর’ হয়ে উঠতে পারে বলে মত বিশেষজ্ঞ মহলের।

আরও পড়ুন-বিজেপির একমাত্র পুঁজি “ধর্ম” এবার কাজে আসেনি, দাবি সোমেনের

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version