কেন্দ্রশাসিত কাশ্মীরের প্রথম লেফটেন্যান্ট গভর্নর হচ্ছেন গিরীশচন্দ্র মুর্মু

আগামী ৩১ অক্টোবর আলাদা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে আত্মপ্রকাশ করবে জম্মু-কাশ্মীর ও লাদাখ। তার ঠিক সপ্তাখানেক আগেই বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। জম্মু-কাশ্মীরের রাজ্যপাল পদ থেকে সরিয়ে দেওয়া হল সত্যপাল মালিককে। তাঁকে গোয়ার রাজ্যপাল পদে বদলি করা হয়েছে। এদিকে, বিভক্ত জম্মু-কাশ্মীরের প্রথম লেফটেন্যান্ট গভর্নর হচ্ছেন গিরীশচন্দ্র মুর্মু। গুজরাত ক্যাডারের এই আইএএস অফিসার বর্তমানে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের খরচ সংক্রান্ত সচিব পদে আছেন। পরিচিত মহলে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্র মোদির খুব কাছের আমলা হিসেবে পরিচিত তিনি। মোদি গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি প্রিন্সিপ্যাল সচিব ছিলেন।

এদিকে, লাদাখের লেফটেন্যান্ট গভর্নর হতে চলেছেন প্রাক্তন প্রতিরক্ষাসচিব রাধাকৃষ্ণ মাথুর। তিনি ১৯৭৭ সালের ত্রিপুরা ক্যাডারের আইএএস অফিসার। ২০১৮-র নভেম্বরে মুখ্য তথ্য কমিশনারের পদ থেকে তিনি অবসর নেন।

Previous articleসিঙ্গুরে নয়া শিল্পের যাত্রা শুরু
Next articleপুজোর থিম ইস্টবেঙ্গল শতবর্ষ! মন্ত্রী, কিংবদন্তিদের আলোয় লাল-হলুদ রামমোহন