বেসরকারিকরণের দিকে আরও এক পা এগোচ্ছে রেলওয়ে

পূর্ব পরিকল্পনা মতোই বেসরকারিকরণের দিকে ধীরে ধীরে এগোচ্ছে ভারতীয় রেল। একাধিক ট্রেন এবং স্টেশনকে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার প্রক্রিয়ার মধ্যেই রেলের অনুসন্ধান বিভাগের বেসরকারিকরণের তোড়জোড় শুরু করেছে পূর্ব রেলওয়ে।

পূর্ব রেলের তরফে ইতিমধ্যে টেন্ডার ডেকে অনুসন্ধান বিভাগ পরিচালনার জন্য বেসরকারি সংস্থার কাছ থেকে দরপত্র আহ্বান করা হয়েছে। টেন্ডারে আসানসোল ডিভিশনের ৯টি স্টেশনের জন্য দরপত্র চাওয়া হয়েছে। বেসরকারি সংস্থাগুলিকে যোগাযোগের বিষয়টি দেখতে হবে। পাশাপাশি, ঘোষণার দিকটিও দেখতে হবে তাদের। রেল সূত্রে খবর, আসানসোলের সিনিয়র ডিভিশনাল ম্যানেজারের তরফে ওই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
ভারতীয় রেলের বেসরকারিকরণ হবে না বলে যতই বলুন রেলমন্ত্রী পীযূষ গোয়েল, কিন্তু সেই দিকেই যে এগোচ্ছে তার ইঙ্গিত মিলল এই সিদ্ধান্তে।

আরও পড়ুন-কেষ্টপুরে ছাত্রের রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যকর তথ্য

 

Previous articleজেলার নাটকের দলগুলিকে পাদপ্রদীপের আলোয়  আনতে ইন্দ্ররংয়ের নাট্য মহোৎসব
Next articleদুষ্মন্তের সমর্থনেই সরকার গড়ার পথে খাট্টার?