Friday, November 14, 2025

নৈহাটি, কাঁচড়াপাড়া, হালিশহরের পরে এবার গারুলিয়া পুরসভাও এলো তৃণমূলের দখলে। এই পুরসভা ২১টি ওয়ার্ডের মধ্যে ১৯টিতে ছিল তৃণমূল, ১টি কংগ্রেস ও ১টি ফরওয়ার্ড ব্লকের দখলে।
কিন্তু হঠাৎই ১৯ জন কাউন্সিলর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। ফলে পুরসভার দখল কার্যত চলে যায় গেরুয়া শিবিরের হাতে। পরবর্তীকালে বিজেপি ছেড়ে ১৩ জন তৃণমূলে প্রত্যাবর্তন করেন। ফলে বর্তমানে এই পুরসভার সমীকরণ হয়েছে- তৃণমূল ১৩, বিজেপির ৭ ও ফরওয়ার্ড ব্লক ১। কারণ, কংগ্রেসের ১জন কাউন্সিলর বিজেপিতে যোগদান করেন। সেই অনুযায়ী, শুক্রবার, বেলা ১১টায় কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে পুর বোর্ড গঠন এবং প্রধান নির্বাচন হয়।

তৃণমূলের ১৩জন কাউন্সিলর হাজির হলেও বিজেপি, ফরওয়ার্ড ব্লকের কাউন্সিলরদের দেখা মেলেনি। আসেননি ফরওয়ার্ড ব্লকের কাউন্সিলরও। এক্সুকিউটিভ অফিসারের সামনে এরপর কাউন্সিলরদের মধ্যে থেকে সভাপতি নির্বাচন করে চেয়ারম্যান নাম প্রস্তাব করা হয়। সর্বসম্মতিতে চেয়ারম্যান হন সঞ্জয় সিং। দায়িত্ব নিয়ে তিনি বলেন, লোকসভা নির্বাচনের সময় চাপে পড়েই গেরুয়া শিবিরে যোগ দেন তৃণমূল কাউন্সিলররা। কিন্তু সেখানে গিয়ে পরিস্থিতি অনুকূল না হওয়ায় ফের তৃণমূলে ফেরেন তাঁরা। এই ডামাডোলে পুরসভার যে সব কাজ বাকি আছে, সেগুলিও দ্রুত শেষ করবেন বলে জানান সঞ্জয় সিং।

আরও পড়ুন-দেশের নিরাপদতম শহর কলকাতা, পাচারের হার কমছে রাজ্যে: এনসিআরবি রিপোর্ট

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version