মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোয় যাওয়ার জন্য মুখিয়ে রয়েছি: রাজ্যপাল

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণ গ্রহণ করে আগামীকাল রবিবার কালীপুজোর দিন তাঁর কালীঘাটের বাড়িতে যাবেন বলে জানালেন রাজ্যপাল জগদীপ ধনকার। আজ, শনিবার সকালে বারাসতের তরুচ্ছায়া ক্লাবের পুজোর উদ্বোধনে এসে এমনটাই জানালেন তিনি। এদিন রাজ্যপাল বলেন, ‘আগামীকাল মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোয় অংশ নেব। তার জন্য আমি মুখিয়ে রয়েছি’।

এদিকে ওই ক্লাবে রাজ্যপালকে দিয়ে উদ্বোধন করা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ক্লাবের চিফ প্যাট্রনের পদ থেকে ইস্তফা দিয়েছেন বারাসত পুরসভার চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায়। এবিষয়ে জিজ্ঞাসা করা হলে রাজ্যপাল অবশ্য কোনও মন্তব্য করতে চাননি।