কালীপুজোয় কি মিলতে পারে রোদের দেখা?

বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টিতে নাজেহাল শহরবাসী। তবে আজ অর্থাৎ শনিবার বৃষ্টির দেখা মেলেনি কিন্তু আকাশের মুখ ভার। হাওয়া অফিস সূত্রের খবর, শনিবার থেকে কিছুটা উন্নতি হবে পরিস্থিতির। কালীপুজোর দিন অর্থাৎ রবিবার মেঘ-বৃষ্টি সরে গিয়ে দেখা দিতে পারে ঝলমলে রোদ। শনিবারও দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। কলকাতা সহ বেশ কিছু জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে।

অন্যদিকে, গতকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি অর্থাৎ স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি কম। বৃষ্টির জন্য সাময়িক স্বস্তি মিললেও এখনই শীত নয় জানাল আলিপুর আবহাওয়া দপ্তর।

আরও পড়ুন – নারদ মামলায় মির্জার চার্জশিট তৈরি!