Saturday, May 17, 2025
দেবাশীষ বিশ্বাস

5 মাস আগে হয়ে যাওয়া লোকসভা ভোটে, হরিয়ানায় BJP পেয়েছিল 58% ভোট, সদ্য নির্বাচনে তারা প্রায় 12% ভোট খুইয়ে পেয়েছে 36.5% ভোট। পেয়েছে 40 টি আসন, তারপর MLA কিনতে টাকার থলি দিচ্ছেন আদানী রা, ফল পরে জানা যাবে।

লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে BJP শিবসেনা জোট পেয়েছিল 51% ভোট, সেখানে সদ্য নির্বাচনে তারা 9% মত ভোট খুইয়ে পেয়েছে 42.18% ভোট।

গত বিধানসভা ভোটে মহারাষ্ট্রে BJP আর শিবসেনা আলাদা আলাদা লড়েছিল। BJP পেয়েছিল 27.8% ভোট, আসন পেয়েছিল 122 টি। সেনা পেয়েছিল 19.4% ভোট, আসন 63 টি। দুয়ে মিলে 185 আসন আর 47.2% ভোট হয় (যদিও রাজনীতি তে এভাবে সরাসরি ভোট যোগ করা যায়না, তাও একটা আন্দাজ পাওয়া যায় হিন্দুত্ববাদী ভোট সংখ্যার)। এবারে একসাথে লরেও সেটা ধরে রাখা যায়নি।

মনে রাখা ভালো হরিয়ানা এবং মহারাষ্ট্রে মূল বিরোধী কংগ্রেস প্রায় লড়াইয়ের ময়দানে ই ছিলোনা। মহারাষ্ট্রে যেটুকু প্রতিরোধ গড়ে তুলেছিল তা বামেরা। তাঁরা সাধ্যমতো তীব্র লড়াই করেছে। কিন্তু সারা রাজ্যে লড়াই করার মতন সংগঠন তাঁদের নেই। তাঁরা কিন্তু সরাসরিভাবে প্রচার করেছিল যে বামদের পছন্দ না হলে বা বাম না থাকলে ভোট কংগ্রেস কে দিন। কংগ্রেস ফল পেয়েছে।

স্পষ্ট বোঝা যাচ্ছে ঘৃণা, বিদ্বেষ, মিথ্যা ছড়ানোর রাজনীতি মানুষ পছন্দ করেছেন না। এবং এই হিংস্র বিদ্বেষমূলক রাজনীতি প্রত্যাখ্যান করে রুখে দাঁড়াচ্ছেন সংখ্যাগুরু হিন্দুরা ই, কারন এই দুই রাজ্যে মুসলিম জনসংখ্যা মোটেই গুরুত্বপূর্ণ নয়।

এরপর আরো বেশ কিছু রাজ্যে যে 42 টি মতন বিধানসভা সিট এ উপনির্বাচনে BJP র আরো হাঁড়ির হাল, সেখানে বহু জায়গায় ভোট কমেছে 20-25%।

তথ্যসূত্র: ECI web portal

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোয় যাওয়ার জন্য মুখিয়ে রয়েছি: রাজ্যপাল

 

Related articles

এবার নাম বদলের রাজনীতি বিহারে! গয়া হল ‘গয়াজি’

বিজেপি জমানায় নাম বদলের রাজনীতি নতুন নয়। আর তার শীর্ষে অবশ্যই যোগি আদিত্যনাথের রাজ্য উত্তর প্রদেশ। তবে এবার...

আইএমএ বাংলার নির্বাচন বাতিল ঘোষিত! দুমাসে কমিটি গঠনের নির্দেশ

চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (IMA) রাজ্যের ২০২৫-২৭ নির্বাচন প্রক্রিয়াকেই বাতিল করে দেওয়া হল কেন্দ্রীয় শাখার তরফে। নির্বাচন...

নির্দেশ দেখে পদক্ষেপ: ডিএ নির্দেশে প্রতিক্রিয়া চন্দ্রিমার

রাজ্য সরকারের কর্মীদের ২৫ শতাংশ ডিএ (DA) দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। এক ঘোষণায় সরকারি কোষাগার থেকে প্রায় ৯...

টুটু বোসের ইস্তফা প্রসঙ্গে দেবাশিসের পাল্টা মুখ খুললেন সৃঞ্জয়

মোহনবাগানে(Mohunbagan) নির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে। সেইসঙ্গেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। এই মুহূর্তে অবশ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল...
Exit mobile version