Sunday, August 24, 2025
দেবাশীষ বিশ্বাস

5 মাস আগে হয়ে যাওয়া লোকসভা ভোটে, হরিয়ানায় BJP পেয়েছিল 58% ভোট, সদ্য নির্বাচনে তারা প্রায় 12% ভোট খুইয়ে পেয়েছে 36.5% ভোট। পেয়েছে 40 টি আসন, তারপর MLA কিনতে টাকার থলি দিচ্ছেন আদানী রা, ফল পরে জানা যাবে।

লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে BJP শিবসেনা জোট পেয়েছিল 51% ভোট, সেখানে সদ্য নির্বাচনে তারা 9% মত ভোট খুইয়ে পেয়েছে 42.18% ভোট।

গত বিধানসভা ভোটে মহারাষ্ট্রে BJP আর শিবসেনা আলাদা আলাদা লড়েছিল। BJP পেয়েছিল 27.8% ভোট, আসন পেয়েছিল 122 টি। সেনা পেয়েছিল 19.4% ভোট, আসন 63 টি। দুয়ে মিলে 185 আসন আর 47.2% ভোট হয় (যদিও রাজনীতি তে এভাবে সরাসরি ভোট যোগ করা যায়না, তাও একটা আন্দাজ পাওয়া যায় হিন্দুত্ববাদী ভোট সংখ্যার)। এবারে একসাথে লরেও সেটা ধরে রাখা যায়নি।

মনে রাখা ভালো হরিয়ানা এবং মহারাষ্ট্রে মূল বিরোধী কংগ্রেস প্রায় লড়াইয়ের ময়দানে ই ছিলোনা। মহারাষ্ট্রে যেটুকু প্রতিরোধ গড়ে তুলেছিল তা বামেরা। তাঁরা সাধ্যমতো তীব্র লড়াই করেছে। কিন্তু সারা রাজ্যে লড়াই করার মতন সংগঠন তাঁদের নেই। তাঁরা কিন্তু সরাসরিভাবে প্রচার করেছিল যে বামদের পছন্দ না হলে বা বাম না থাকলে ভোট কংগ্রেস কে দিন। কংগ্রেস ফল পেয়েছে।

স্পষ্ট বোঝা যাচ্ছে ঘৃণা, বিদ্বেষ, মিথ্যা ছড়ানোর রাজনীতি মানুষ পছন্দ করেছেন না। এবং এই হিংস্র বিদ্বেষমূলক রাজনীতি প্রত্যাখ্যান করে রুখে দাঁড়াচ্ছেন সংখ্যাগুরু হিন্দুরা ই, কারন এই দুই রাজ্যে মুসলিম জনসংখ্যা মোটেই গুরুত্বপূর্ণ নয়।

এরপর আরো বেশ কিছু রাজ্যে যে 42 টি মতন বিধানসভা সিট এ উপনির্বাচনে BJP র আরো হাঁড়ির হাল, সেখানে বহু জায়গায় ভোট কমেছে 20-25%।

তথ্যসূত্র: ECI web portal

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোয় যাওয়ার জন্য মুখিয়ে রয়েছি: রাজ্যপাল

 

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...
Exit mobile version