আটকে যাওয়া বাংলাদেশের সফর ফোনেই ‘অন’ করে ফেলেন মহারাজ!

বাংলাদেশের ক্রিকেটারদের ধর্মঘট মিটিয়ে সফরে ফিরিয়ে আনলেন কে জানেন? হ্যাঁ, অবাক হওয়ার মতোই ঘটনা। সেই ব্যক্তির নাম সৌরভ গঙ্গোপাধ্যায়। বিসিসিআই প্রেসিডেন্টের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে হাতে পাওয়ার আগেই সৌরভ সরাসরি ফোনে কথা বলেন বাংলাদেশের কয়েকজনের সঙ্গে। আর সেই ফোনেই কেল্লাফতে। কথা হয় সরকারের শীর্ষকর্তা, ক্রিকেট বোর্ডের কর্তা এবং প্রাক্তন ক্রিকেটারদের সঙ্গে। তাতেই বেতন, পারিশ্রমিক নিয়ে সমস্যা আপাতত শিকেয় তুলে সাকিবরা তৈরি হয়ে যায় সফরের জন্য। আবার যে বিরাট বাহিনী গোলাপী বল আর দিন রাতের ম্যাচ খেলতে চাইতেন না, সৌরভের সঙ্গে এক বৈঠকের পরেই তাঁরা রাজি খেলতে। আর এসব দেখে আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর ফাঁস করেছেন আর এক তথ্য। তিনি জানাচ্ছেন, ৬ বছর আগেই বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার সুযোগ ছিল সৌরভের কাছে। কিন্তু সে সুযোগের সদব্যবহার করেননি তিনি। শশাঙ্ক বলেন, সেদিন সৌরভ রাজি হলে বোর্ড নিয়ে সুপ্রিম কোর্ট, দুর্ণীতি, বা আজকের পরিবেশ দেখতে হতো না।

Previous articleমুখ্যমন্ত্রীর বাড়ির পুজোয় সামিল ‘নবনীড়’
Next articleফুটবলার নয়, মানুষ সমাজপতিকে কাছে পেয়ে কেঁদে ফেললেন ইস্টবেঙ্গলের স্বর্ণযুগের কারিগর শ্রীমানী