জীবন সাহার বাড়ির অন্নকূট উৎসব প্রতিবারই নতুন মাত্রা পাচ্ছে। তিনি পুরপিতা, পুরসভার বোরো কমিটির চেয়ারম্যান, তৃণমূল যুব কংগ্রেসের উত্তর কলকাতার সভাপতি, দক্ষ সংগঠক। বৈষ্ণবধর্মে বিশ্বাসী জীবন সাহার বাড়ি সোমবার ছিল জমজমাট। অন্নকূট উৎসবের বিরাট আয়োজন। ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ, বহু বিধায়ক, পুরপিতা, দলের পদাধিকারী, পুলিশপ্রশাসনের কর্তাসহ বিভিন্ন পেশার মানুষ। ছিলেন মন্ত্রী সাধন পান্ডের কন্যা অভিনেত্রী শ্রেয়া। দীর্ঘদিন পরে এক ফ্রেমে গল্প করতে দেখা যায় একদাঘনিষ্ঠ ফিরহাদ হাকিম ও কুণাল ঘোষকে। জীবনের পারিবারিক পুজোর আমন্ত্রণকে ঘিরে প্রাঙ্গণটি জমজমাট চেহারা নেয়।
