ভ্রাতৃদ্বিতীয়ায় অন্য মেজাজে পঞ্চায়েতমন্ত্রী

বছরের আর বাকি দিনগুলির থেকে এদিনটি একেবারে অন্য মেজাজে কাটান রাজ্যের বর্ষীয়ান রাজনীতিবিদ তথা পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। এমনিতেই বাঙালির নানা অনুষ্ঠানে তাঁকে দেখা যায়। একডালিয়া এভারগ্রিনের দুর্গাপুজোয় সুব্রত মুখোপাধ্যায় প্রায় রোজই উপস্থিত থাকেন। আনন্দ-উৎসবে সব সময়ই সাধারণ মানুষের পাশে পান তাঁকে। কিন্তু এদিনটা জনসংযোগ বা রাজনীতির বাইরে, একেবারেই নিজের দিদি এবং বোনদের জন্য। মঙ্গলবার, সকালে চার দিদি ও বোন মিলে ফোঁটা দিলেন সুব্রত মুখোপাধ্যায়কে। একই রকমের শাড়িতে সুসজ্জিত হয়ে দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করে ভাইফোঁটা দেন তাঁরা। আর পঞ্চায়েত মন্ত্রীও হাসিমুখে গ্রহণ করেন মিষ্টি ভর্তি থালা।

উপহার হিসেবে সুব্রত মুখোপাধ্যায় পেয়েছেন পারফিউমের সেট থেকে পাঞ্জাবি সবকিছু। আর বোনেদের তিনি দিয়েছেন শাড়ি। তবে কেনাকাটার ব্যাপারটা দেখেন তাঁর গৃহিনী, অকপট জানালেন পঞ্চায়েতমন্ত্রী। খাদ্য রসিক সুব্রতবাবু আজকাল বেশি খান না। তবে, বোনেদের মন রাখতে সবকিছুই অল্প করে চেখে দেখবেন বলে কথা দিয়েছেন। তাঁর পছন্দের পোস্ত বড়া থেকে মাছের মাথা দিয়ে বাঁধাকপি সবই থাকছে মেনুতে। এদিন কোনও কাজ নয়, শুধু ভাই-বোনের আনন্দ মুহূর্ত ভাগ করে নেওয়াটাই তাঁর কাছে পরম প্রাপ্তি বলে জানিয়েছেন সুব্রত।

আরও পড়ুন-প্রাইমারি টেট পরীক্ষার ঘোষণা কিছুদিনের মধ্যেই, খুশির হাওয়া সর্বত্র

 

Previous articleপ্রাইমারি টেট পরীক্ষার ঘোষণা কিছুদিনের মধ্যেই, খুশির হাওয়া সর্বত্র
Next articleআশীর্বাদী খাম আর মিষ্টিমুখে ভাইফোঁটা বিদ্যুৎমন্ত্রীর