সাতসকালে ব্যস্ত সাংসদ ফোঁটা দিলেন ‘দিলীপ দা’-কে

এবারের লোকসভা ভোটে জিতে সাংসদ হয়েছেন লকেট চট্টোপাধ্যায়। সেই কারণে তিনি খুবই ব্যস্ত। তবু, ভাইফোঁটা বলে কথা, সেটা কি মিস করা যায়? সেই কারণে, মঙ্গলবার সকাল ৭টা নাগাদ সল্টলেকে বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষের বাড়িতে গেলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই ‘দিলীপ দা’-কে প্রতিবছর ফোঁটা দেন তিনি। তবে এবারের ভাইফোঁটা বেশিই স্পেশাল, কারণ ভাই-বোন  দু’জনেই এবার লোকসভার সাংসদ।
এদিন, দিল্লিতে বৈঠক আছে লকেটের। সেই কারণে সাতসকালে দিলীপ ঘোষের বাড়িতে যান হুগলির সাংসদ। বোনের থেকে জহর কোট উপহার পেয়ে বেজায় খুশি বিজেপি রাজ্য সভাপতি। এই সম্পর্ক অটুট থাকুক চান দিলীপ ঘোষ।

আরও পড়ুন-ভাইফোঁটার চমক, বৈশাখীকে নিয়ে মমতার কাছে শোভন