প্রাইমারি টেট পরীক্ষার ঘোষণা কিছুদিনের মধ্যেই, খুশির হাওয়া সর্বত্র

স্কুলে চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। প্রাইমারি টেট পরীক্ষা হতে চলেছে। টেটের পরীক্ষা হবে এ বছরের শেষ দিকে, অথবা আগামী বছর উচ্চ মাধ্যমিকের পর। প্রায় ৩০হাজার শূন্যপদে নিয়োগ করা হবে। কেবলমাত্র প্রশিক্ষণপ্রাপ্তরাই পরীক্ষায় বসতে পারবেন। ফর্ম ফিলাপের জন্য শীঘ্রই প্রাইমারি সার্ভিস কমিশনের নির্দেশ জারি করা হবে। অন্যদিকে যারা ফর্ম ফিলাপ করেছিলেন অথচ ডিএলএড পরীক্ষা হয়নি, অথবা পরীক্ষা হলেও সার্টিফিকেট হাতে পাননি, তাদের জন্যেও পর্ষদ সুখবরের কথা কয়েকদিনের মধ্যেই ঘোষণা করবে। সব মিলিয়ে শিক্ষক-শিক্ষিকা হতে চাওয়া চাকরি প্রার্থীদের জন্য সুখবর আসছে রাজ্য সরকারের পক্ষ থেকে।