কালীপুজোর সৌহার্দ্য উধাও, ফের রাজ্য-রাজ্যপাল সংঘাতের পরিস্থিতি

মাত্র একদিনও কাটল না। সৌহার্দ্যের আবহে সংঘাতের মেঘ। ফের শুরু তরজাও।

রবিবার সন্ধেয় সস্ত্রীক মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোয় যোগ দিয়েছিলেন রাজ্যপাল জগদীশ ধনকড়। ঘন্টাদুয়েক কাটান, খোশগল্প করেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রশংসায় পঞ্চমুখ হন। শুধু তাই নয়, প্রকাশ্যেই ব্যাপক সুখ্যাতি করেন তৃণমূলের মহাসচিব ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। এরপর 24 ঘন্টাও কাটল না, সৌজন্যের বাতাবরণে দোষারোপের সুর। রাজভবন থেকে প্রকাশিত বিবৃতিতে জিয়াগঞ্জ হত্যাকান্ড, কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল। বিজেপির বুদ্ধিজীবী সেলের কয়েকজন প্রতিনিধি সোমবার রাজভবনে যান ধনকড়ের সঙ্গে দেখা করতে। অগ্নিমিত্রা পলের নেতৃত্বে প্রতিনিধিদলের দাবি ছিল জঙ্গিপুরের ঘটনায় সিবিআই তদন্ত এবং সন্ময় গ্রেফতারি ইস্যুতে এর নিন্দা করে রাজ্যপালের কড়া হস্তক্ষেপ। দুটি ঘটনা নিয়েই বিস্তারিত খোঁজখবর নেওয়ার আশ্বাস দিয়ে বিবৃতি দিয়েছে রাজভবন। রাজ্যপালের এই সক্রিয়তার সমালোচনা করে তৃণমূলের পক্ষে পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য করে ঠিক করেননি রাজ্যপাল।