Wednesday, November 12, 2025

রঞ্জন গগৈর পরে কে? খোদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানালেন, তাঁর চেয়ারে বসবেন ৬৩ বছরের শরদ অরবিন্দ বোবদে। দশদিন আগে রাষ্ট্রপতির কাছে তাঁর নাম সুপারিশ করেন গগৈ নিজেই। আজ, ২৯ অক্টোবর সেই সুপারিশে সিলমোহর দেন রাষ্ট্রপতি। ১৯ নভেম্বর ৪৭তম প্রধান বিচারপতি দায়িত্ব নেবেন। সুপ্রিম কোর্টের প্রথা অনুযায়ী তিনিই প্রধান বিচারপতি হবেন, যিনি বিচারপতিদের মধ্যে প্রবীণতম। গগৈ তার বাইরে হাঁটেননি। ২০২১ সালের ২৩ এপ্রিল বোবদে আবার দায়িত্বভার তুলে দেবেন পরবর্তী প্রধান বিচারপতির হাতে। অর্থাৎ তিনি কার্যত দেড় বছর ক্ষমতায় থাকবেন।

বিগত ২০ বছরে পাদপ্রদীপের আলোয় আসেন বিচারপতি বোবদে। ২০০০ সালে বম্বে হাই কোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে যোগ দেন বোবদে। ২০১২ সালে মধ্যপ্রদেশ হাই কোর্টের প্রধান বিচারপতি। সেই সময় প্রধান বিচারপতি আলতামাস কবীরের চোখে পড়ে যান বোবদে। ২০১৩ সালে অর্থাৎ পরের বছরেই সুপ্রিম কোর্টে বিচারপতি হিসাবে যোগদান। গত বছর যখন প্রধান বিচারপতি দীপক মিশ্রর সঙ্গে বিচারপতি ক্যুরিয়ন, বিচারপতি চেলমেশ্বর, বিচারপতি লোকুর ও বিচারপতি গগৈর প্রকাশ্য বিভাজন হয়, তখন মধ্যস্থাকারীর ভূমিকা নেন বোবদে। অযোধ্যা কাণ্ডের বিচারপর্বের পাঁচ বিচারপতির অন্যতম সদস্য বোবদে। এমনকি সম্প্রতি সুপ্রিম কোর্টের এক মহিলাকর্মী প্রধান বিচারপতি রঞ্জন গগৈর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন। গোপন শুনানির পর প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে নিরপরাধ ঘোষণা করেন বোবদে। অনেকে বলছেন, গগৈর সুপারিশের পিছনে প্রচ্ছন্নে এই ঘটনা রেশ হয়তো কাজ করেছে!

আরও পড়ুন-কালীপুজোর আরতি প্রতিযোগিতায় অসুস্থ ৬০ জন

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version