BREAKING: আগামী বছর থেকে আইআইটি খড়গপুরে পড়ানো হবে এমবিবিএস

রাজ্যের পক্ষে বড় খবর। চিকিৎসা বিজ্ঞান নিয়ে যাঁরা পড়তে চান তাঁদের কাছে দারুন সুযোগ। এমবিবিএস পড়ানো হবে আইআইটি খড়গপুরে। পরবর্তী সময়ে এমএস অর্থাৎ পোস্ট গ্র‍্যাজুয়েট ডিগ্রিও চালু হবে। ২০২০ সাল থেকে এমবিবিএস কোর্স চালু হবে। সেই সঙ্গে তৈরি হবে আধুনিকমানের হাসপাতাল। নাম হবে ডাঃ বি সি রায় ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ। সুপার স্পেশালিটি হাসপাতাল হবে। প্রাথমিকভাবে ৪০০ শয্যার হাসপাতাল হবে। পরে তা বাড়িয়ে ৭৫০ শয্যার হবে। খুব শীঘ্র ইন্ডোর পরিষেবা চালু হবে। আশা করা হচ্ছে এ বছরের ডিসেম্বরে চালু হবে আউটডোর।

আইআইটির কার্যনির্বাহী পরিচালক অধ্যাপক শ্রীমান কুমার ভট্টাচার্য জানিয়েছেন, আগামী বছর ৫০জনকে নিয়ে এমবিবিএসের কোর্স শুরু হবে। এমসিআইয়ের গাইড লাইন মেনেই কোর্স চালু হবে। ৫০ আসনের কোর্স যথাযথভাবে চললে আসন বেড়ে হবে ১০০। ডেটা সায়েন্স আর ডেটা অ্যানালিটিক্সও পাঠ্যক্রমে আসবে। সংস্থার সিনিয়র ফ্যাকাল্টির সদস্যরা ও পরিচালন কমিটি এই এমবিবিএস ও এমএস কোর্সের দায়িত্বে থাকবেন। হাসপাতাল অলাভজনক হিসাবে গড়ে উঠলেও ১০% বেড বিনা মূল্যের থাকবে।

আরও পড়ুন – ভাইফোঁটা নিয়ে শোকজের মুখে শোভন?

Previous articleভাইফোঁটা নিয়ে শোকজের মুখে শোভন?
Next articleবীরভূমে যুবক খুনে হেফাজতে ধৃতরা