বীরভূমে যুবক খুনে হেফাজতে ধৃতরা

বীরভূমে কল্যাণপুরের যুবক খুনের ঘটনায় ধৃতদের মধ্যে ৬জনকে পুলিশ হেফাজত ও বাকিদেরকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। কল্যাণপুর গ্রামে বেআইনি কয়েনের কারবারকে ঘিরে দুই গোষ্ঠীর সংঘর্ষে মৃত্যু হয় ২৫ বছর বয়সী ইনসান শেখের। তাঁর বাবা শেখ ধলু মঙ্গলবার সাঁইথিয়া থানায় ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তার মধ্যে ১২জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বুধবার সিউড়ি আদালতে তোলা হয়। বিচারক ৬জনকে পুলিশি হেফাজত ও বাকিদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
বুধবারই, কল্যাণপুর থেকে প্রচুর তাজা বোমা উদ্ধার করেছে।এলাকায় উত্তেজনা থাকায় চলছে পুলিশি টহল।

আরও পড়ুন-BREAKING: আগামী বছর থেকে আইআইটি খড়গপুরে পড়ানো হবে এমবিবিএস

 

Previous articleBREAKING: আগামী বছর থেকে আইআইটি খড়গপুরে পড়ানো হবে এমবিবিএস
Next articleসাকিবের পাশে দাঁড়ালেন হাসিনা