শিশুকে ধর্ষণ-খুনের প্রতিবাদে উত্তপ্ত কদম্বগাছি

উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরের কদম্বগাছিতে ৫ বছরের শিশুকে ধর্ষণ করে খুনের প্রতিবাদ এবং অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে টাকি রোড অবরোধ করলেন স্থানীয়রা। গত ১৯ সেপ্টেম্বর তিনদিন নিখোঁজ থাকার পরে গ্রাম থেকেই ৫বছরের শিশুকন্যার দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের পরে জানা যায় তাকে গণধর্ষণ করে খুন করা হয়েছে। তদন্তে নেমে বেশ কয়েকজনের নাম পায় পুলিশ। কিন্তু তাঁরা প্রভাবশালী রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকায় তদন্তে ও গ্রেফতারিতে ভাঁটা পড়ে বলে অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক চাপে পুলিশ-প্রশাসন এই খুন ও ধর্ষণের ঘটনা আড়াল করার চেষ্টা করছে। তার প্রতিবাদেই বুধবার সকালে বিক্ষোভ মিছিল করা হয়। এর জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পরে, দোষীদের গ্রেফতার করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওযা হয়।

আরও পড়ুন – à¦®à¦¾à¦¨à§à¦¨à¦¾à¦¨à§‡à¦° চিঠি উড়িয়ে কং-বাম সমঝোতা চূড়ান্ত