নিহত শ্রমিকদের পরিবারের পাশে মমতা

উপত্যাকায় রক্তাক্ত আপেল বাগান। মঙ্গলবার, কুলগ্রামের কাটারসুতে একটি ক্যাম্পে কর্মরত শ্রমিকদের অপহরণ করে খুন করে জঙ্গিরা। ঘটনা মৃত ৫ শ্রমিক মুর্শিদাবাদের সাগরদিঘির ব্রাহ্মণীর বাসিন্দা। আহত শ্রমিকও একই জেলার। ভয়ঙ্কর ওই হত্যালীলায় শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। নিজের টুইটার হ্যান্ডেলে মমতা লেখেন,“কাশ্মীরে বর্বরোচিত হত্যার ঘটনায় আমি স্তম্ভিত। নিহতরা সবাই মুর্শিদাবাদের বাসিন্দা। কোনও রকম শোকবার্তাই নিহতদের পরিবারের বেদনা কমাতে পারবে না। নিহতদের পরিবারগুলিকে সবরকম সাহায্য করা হবে।”।

মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও।

আরও পড়ুন-“রেল বোর্ড প্রতারণা” কাণ্ডে সিট গড়ছে কলকাতা পুলিশ, বেকায়দায় মুকুল

 

Previous article৬ মাসের জন্য বন্ধ হল কেদারনাথের দরজা, বিগ্রহ নিয়ে শোভাযাত্রা
Next articleবুকের উপর বসে দুই ওঝার ঝাড়ফুঁক, শ্বাসকষ্টে মৃত ব্যক্তি