তিন ক্রিকেট কর্তাদের সাসপেন্সন বিতর্ক নিয়ে বিপাকে দক্ষিণ আফ্রিকা

হাজার চেষ্টা করেও নিজেদের ‘চোকার্স’ তকমা মুছে ফেলতে পারেনি দক্ষিণ আফ্রিকা। প্রথমে বিশ্বকাপ ও পরে সদ্য শেষ হওয়া ভারত সফর। দু’ক্ষেত্রেই খালি হাতে লজ্জাজনকভাবে দেশে ফিরতে হয়েছে প্রোটিয়া ক্রিকেটারদের। তাই দলের পরিবর্তন শুধুই সময়ের অপেক্ষা। এমন সময়ে বেতন বিতর্কে তিন ক্রিকেট প্রধানের সাসপেন্সন ঘিরে আরও বিপাকে পড়েছে দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড সূত্রে খবর, সাসপেন্ড হওয়া ক্রিকেট কর্তারা হলেন চিফ অপারেটিং অফিসার নাসেই আপিয়া, স্পনসরশিপ হেড ক্লাইভ একসটেন ও অন্তর্বর্তীকালীন ক্রিকেট ডিরেক্টর কোরি ভান জেইল। এই তিন ক্রিকেট কর্তা প্রোটিয়া খেলোয়াড়দের বেতন যথাযথভাবে দেননি বলেই অভিযোগ উঠেছে। সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকা একেবারেই ফিল গুড পজিশনে নেই, তা বলাই যায়।

আরও পড়ুন – সাকিবের পাশে দাঁড়ালেন হাসিনা