Friday, November 14, 2025

ফের রাজ্যপাল-রাজ্য সঙ্ঘাত। এবার রাজ্যপাল আটকে দিলেন বিল। তাঁর অভিযোগ, গণপিটুনি প্রতিরোধ বিলে নিয়ে। তাঁর প্রশ্ন একই বিলে কেন দুটি বয়ান?

রাজ্য সরকারের এ নিয়ে বক্তব্য এটা নেহাতই দৃষ্টিভ্রম। কিন্তু রাজ্যপাল বেঁকে বসে বিলে জড়িত দফতরগুলির আধিকারিকদের ডেকে পাঠিয়েছেন। কিন্তু দীর্ঘ দু’মাস ধরে এ নিয়ে সমাধানে আসা যায়নি। ফলে বিলটি আপাতত রাজভবনের অফিসে লাট খাচ্ছে।

প্রশ্ন হচ্ছে এই বিলের ভবিষ্যৎ কী? নিয়ম বলছে অর্থ বিল বাদ দিলে অন্য বিলে রাজ্যপাল সম্মতি আটকে রাখতে পারেন বা বিধানসভায় ফেরত দিতে পারেন। আর রাজ্য কোনও সংশোধন ছাড়াই ফের বিলটি পেশ করে রাজ্যপালকে পাঠাতে পারেন। সেক্ষেত্রে রাজ্যপাল বিলে সই করতে বাধ্য।

অগাস্ট মাসে প্রিভেনশন অফ লিঞ্চিং বিল বিধানসভায় পাস হয়। যে বিলটি বিধানসভায় পেশ করা হয়, তার সঙ্গে বিধায়কদের দেওয়া বিলটির থেকে আলাদা। প্রথমটিতে গণপিটুনিতে সর্বোচ্চ সাজা ছিল যাবজ্জীবন, আর দ্বিতীয়টিতে সর্বোচ্চ সাজা ছিল মৃত্যুওদণ্ড। অথচ এ নিয়ে কোনও সংশোধনী বিধানসভায় আনা হয়নি, এবং দুটি বিলের নম্বরও এক। এখানেই বেধেছে গোল। বিরোধীরা এ নিয়ে অভিযোগ করেন। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে বিল আটকে দিয়েছেন তিনি। রাজ্যের তরফে কখনও বলা হয়েছে অন্য দফতর জানে। কখনও বলা হয়েছে ছাপার ভুল। আইন দফতর দৃষ্টিভ্রম বলায় ক্ষুব্ধ রাজ্যপাল জানতে চান সেটা কী? উত্তর অবশ্য মেলেনি। সংবিধানের ২০৭ ধারা অনুযায়ী গণপিটুনি রোধে যে বিল রাজ্য আইনে পরিণত করতে চাইছেন সে নিয়ে বিরোধীরা একাধিক আপত্তি জানায়। সেই আপত্তিকে শিখন্ডী করেই রাজ্যপাল আপাতত অনড়।

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...
Exit mobile version