গ্যাসের দামে আগুন

দেওয়ালি শেষ হতেই মধ্যবিত্তের ভাঁড়ারে হামলা। অক্টোবর শেষ হতেই মধ্যরাতে জানিয়ে দেওয়া হল রান্নার গ্যাসের দাম বাড়ছে। শুধু বাড়ছে বললে ভুল হবে। এর আগে এই বিশাল অঙ্কের বৃদ্ধি হয়নি। এতদিন ভর্তুকিহীন ১৪.২ কেজি সিলিন্ডার রান্নার গ্যাসের দাম ছিল ৬৩০ টাকা। আজ, ১ নভেম্বর থেকে দাম হবে ৭০৬ টাকা। অর্থাৎ এক লাফে বাড়ল ৭৬ টাকা। গত ৩ অক্টোবর শেষবার গ্যাসের দাম বাড়ে। লক্ষ্যণীয় বিষয় হল, এক মাসেরও কম সময়ে দ্বিতীয়বার গ্যাসের দাম বাড়ল।