Friday, November 14, 2025

দায়িত্ব নিয়ে রাজ্যে আসার পর থেকেই প্রায় প্রতিদিনই কোনও না কোনও ভাবে খবরের শিরোনামে রাজ্যপাল জগদীপ ধনকড়। শুক্রবার, সাতসকালে ভিক্টোরিয়া মেমোরিয়ালে সস্ত্রীক মর্নিং ওয়াক সারলেন রাজ্যপাল। তবে, নিছক প্রাতঃভ্রমণই নয় এই সুযোগে জনসংযোগও সেরে ফেললেন রাজ্যের সাংবিধানিক প্রধান।

হাতের কাছে ধনকড়কে পেয়ে কথা বলেন প্রাতঃভ্রমণকারীরা। এমনকী, শুনিয়ে দেন মহম্মদ রফির দু’কলি গানও। রাজ্যপাল জানান, তিনিও রফি সাহেবের গানের ভক্ত। অনেকে আবার কিছু বিষয় নিয়ে অভিযোগও করেন। সবার কথাই মন দিয়ে শুনেন রাজ্যপাল।

খোশমেজাজেই মর্নিং ওয়াক করেন তিনি। সেখানে উপস্থিত সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে রীতিমতো খোশগল্প জুড়ে দেন জগদীপ ধনকড়। মেটান সেলফির আবদারও।
রাজ্যপালের দায়িত্ব নিয়ে বাংলায় আসার পর থেকে ধনকড় বোঝাতে চেয়েছেন একটি অলংকৃত পদে বসে থাকতে চান না তিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনাই হোক বা জেলায় গিয়ে প্রশাসনিক বৈঠকের চেষ্টা, অথবা বিভিন্ন বিষয় নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলা- সব কিছু নিয়ে বারবার ধনখড় বোঝাতে চেয়েছেন তিনি আলাদা। এবার প্রাতঃভ্রমণে জনসংযোগ করে ফের তারই প্রমাণ দিলেন রাজ্যপাল।

আরও পড়ুন-এবারের বাংলাদেশ বইমেলা মোহরকুঞ্জে, আসছেন ওপারের বিদেশমন্ত্রী

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version