আরও একধাপ এগিয়ে গেল শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে ফেরার সম্ভাবনা। কলকাতার মেয়র ও মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়ার পরেও ওয়াই প্লাস ক্যাটাগরির পুলিশি নিরাপত্তা ছিল তাঁর। কিন্তু তিনি শিবির বদলে বিজেপিতে যোগ দিতেই নিরাপত্তা সরিয়ে নেয় নবান্ন। মঙ্গলবার, ভাইফোঁটার দিন কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন তাঁর এক সময়ের প্রিয় কানন। তৃণমূল নেত্রীর থেকে ভাইফোঁটাও নেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। সূত্রের খবর, তাঁকে কাজে ফিরতে বলেন মমতা। এই ঘটনার তিনদিন যেতে না যেতেই, শোভনকে ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা ফিরিয়ে দিল নবান্ন। রাজনৈতিক মহলের মতে, এবার কাননের তৃণমূলে ফেরা শুধু এখন শুধু সময়ের অপেক্ষা।

আরও পড়ুন-দিল্লিতে জার্মান চ্যান্সেলর, মোদির সঙ্গে কাশ্মীর নিয়ে হবে আলোচনা
