Friday, January 16, 2026

বিজেপি-শিবসেনা জোটে ফাটল, এনসিপি বলল সরকারের চাবিকাঠি তাদের হাতেই

Date:

Share post:

মহারাষ্ট্রে নতুন সরকার কবে শপথ নেবে? কিংবা মুখ্যমন্ত্রীই বা কে হবেন? জ্যোতিষীরাও একথা বলতে পারবেন না। যদিও বিজেপি-শিবসেনা জোট তৈরি করেই ভোটে গিয়েছিল। অথচ ভোটের পর জোটের নেতারা একবারও দ্বিপাক্ষিক বৈঠকে বসতেই পারেননি। ফল বেরনোর পর থেকে দরাদরি আর দড়ি টানাটানি। দেবেন্দ্র ফড়নবিশ বলছেন তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। আর তিনি মুখ্যমন্ত্রী না হলে মহারাষ্ট্রে রাজ্যপালের শাসন হবে। শিবসেনা বলছে, ফড়নবিশ মুখ্যমন্ত্রী হতেই পারেন, তবে সেটা আড়াই বছরের জন্য। বাকি সময় তাঁদের মুখ্যমন্ত্রী রাজ্যের হাল ধরবেন। এই সুযোগ নিয়ে শরদ পাওয়ারের এনসিপি নতুন চাল দিয়েছে। বলেছে বিজেপি-শিবসেনার জোট ভেঙে গেলে সরকার গঠনের রাস্তা তারাই তৈরি করে নেবে। দলের মুখপাত্র নবাব মালিক বলেন, কোনও দলই আমাদের কাছে অস্পৃশ্য নয়। রাজ্যপালের শাসন কেন হবে? এরজন্য তো আর ভোট হয়নি। সরকার ঠিকই তৈরি হবে। রাজ্যের মানুষ দেখেছে, দীর্ঘদিন ধরে উপেক্ষিত শিবসেনা। তাদের দাবি ন্যায্য। আমাদের দল শিবাজীকে অনুসরণ করে। তাঁর আদর্শকে মেনে চলে। শিবাজী কখনওই হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ তৈরি করেননি। সুতরাং অন্য আদর্শকে অনুসরণ করার প্রশ্নই নেই।

মুম্বইয়ের খবর, শিবসেনার সঙ্গে বেশ কয়েক দফা কথা হয়ে গিয়েছে এনসিপির। এই অবস্থায় কংগ্রেসের অবস্থান অবশ্যই গুরুত্বপূর্ণ। শিবসেনাকে সমর্থনের পরিবর্তে কংগ্রেস চাইবে সরকারের ন্যূনতম কর্মসূচি। এনসিপিকে তা জানিয়েও দেওয়া হয়েছে। শিবসেনা মুখপাত্র বলেছেন, ঘটনা যাই হোক এটা পরিষ্কার, যারাই সরকার তৈরি করবে শিবসেনার সঙ্গে তাদের হাত মেলাতেই হবে। আর হতাশ বিজেপি দিল্লির দিকে তাকিয়ে। শিবসেনার মান ভাঙাতে হয়তো অমিত শাহকে মাঠে নামতে হবে। ৪৮ ঘণ্টার মধ্যে তিনি মুম্বই আসছেন বলে বিজেপি শিবিরে খবর।

আরও পড়ুন – মুখ্যমন্ত্রীর তৎপরতায় কাশ্মীর থেকে রাজ্যে ফিরছেন ১৩১ জন শ্রমিক

spot_img

Related articles

অধিনায়ক রোহিতের পক্ষে সরব, গম্ভীরের দল নির্বাচন নিয়ে ফের প্রশ্ন তুললেন মনোজ

বছরের শুরুতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ধাক্কা খেতে হয়েছে ভারতীয় দলকে। গৌতম গম্ভীরের দল নির্বাচন নিয়ে প্রশ্ন...

সিপিএম-এর হার্মাদরাই বিজেপির জল্লাদ, শুধু জার্সি বদলেছে: মেদিনীপুরে তীব্র আক্রমণ অভিষেকের, বাঁধলেন টার্গেট

“বোতল নতুন, মদ পুরনো। জার্সি পাল্টেছে। আগে সিপিএমের (CPIM) হার্মাদ ছিল, আজ বিজেপির জল্লাদ।“ শুক্রবার, মেদিনীপুরের সভা থেকে...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

১৬ জানুয়ারি (শুক্রবার) ২০২৬ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১৪২১৫ ₹ ১৪২১৫০ ₹ খুচরো পাকা সোনা ১৪২৯০...

বাংলায় নিষিদ্ধ অ্যালমন্ট কিড সিরাপ, বিজ্ঞপ্তি জারি রাজ্য ড্রাগ কন্ট্রোলের

শিশুদের জনপ্রিয় কফ সিরাপ অ্যালমন্ট কিড সিরাপ (almont Kid Syrup) নিষিদ্ধ করা হল পশ্চিমবঙ্গে। রাজ্য ড্রাগ কন্ট্রোলের (West...