Friday, December 26, 2025

বিজেপি-শিবসেনা জোটে ফাটল, এনসিপি বলল সরকারের চাবিকাঠি তাদের হাতেই

Date:

Share post:

মহারাষ্ট্রে নতুন সরকার কবে শপথ নেবে? কিংবা মুখ্যমন্ত্রীই বা কে হবেন? জ্যোতিষীরাও একথা বলতে পারবেন না। যদিও বিজেপি-শিবসেনা জোট তৈরি করেই ভোটে গিয়েছিল। অথচ ভোটের পর জোটের নেতারা একবারও দ্বিপাক্ষিক বৈঠকে বসতেই পারেননি। ফল বেরনোর পর থেকে দরাদরি আর দড়ি টানাটানি। দেবেন্দ্র ফড়নবিশ বলছেন তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। আর তিনি মুখ্যমন্ত্রী না হলে মহারাষ্ট্রে রাজ্যপালের শাসন হবে। শিবসেনা বলছে, ফড়নবিশ মুখ্যমন্ত্রী হতেই পারেন, তবে সেটা আড়াই বছরের জন্য। বাকি সময় তাঁদের মুখ্যমন্ত্রী রাজ্যের হাল ধরবেন। এই সুযোগ নিয়ে শরদ পাওয়ারের এনসিপি নতুন চাল দিয়েছে। বলেছে বিজেপি-শিবসেনার জোট ভেঙে গেলে সরকার গঠনের রাস্তা তারাই তৈরি করে নেবে। দলের মুখপাত্র নবাব মালিক বলেন, কোনও দলই আমাদের কাছে অস্পৃশ্য নয়। রাজ্যপালের শাসন কেন হবে? এরজন্য তো আর ভোট হয়নি। সরকার ঠিকই তৈরি হবে। রাজ্যের মানুষ দেখেছে, দীর্ঘদিন ধরে উপেক্ষিত শিবসেনা। তাদের দাবি ন্যায্য। আমাদের দল শিবাজীকে অনুসরণ করে। তাঁর আদর্শকে মেনে চলে। শিবাজী কখনওই হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ তৈরি করেননি। সুতরাং অন্য আদর্শকে অনুসরণ করার প্রশ্নই নেই।

মুম্বইয়ের খবর, শিবসেনার সঙ্গে বেশ কয়েক দফা কথা হয়ে গিয়েছে এনসিপির। এই অবস্থায় কংগ্রেসের অবস্থান অবশ্যই গুরুত্বপূর্ণ। শিবসেনাকে সমর্থনের পরিবর্তে কংগ্রেস চাইবে সরকারের ন্যূনতম কর্মসূচি। এনসিপিকে তা জানিয়েও দেওয়া হয়েছে। শিবসেনা মুখপাত্র বলেছেন, ঘটনা যাই হোক এটা পরিষ্কার, যারাই সরকার তৈরি করবে শিবসেনার সঙ্গে তাদের হাত মেলাতেই হবে। আর হতাশ বিজেপি দিল্লির দিকে তাকিয়ে। শিবসেনার মান ভাঙাতে হয়তো অমিত শাহকে মাঠে নামতে হবে। ৪৮ ঘণ্টার মধ্যে তিনি মুম্বই আসছেন বলে বিজেপি শিবিরে খবর।

আরও পড়ুন – মুখ্যমন্ত্রীর তৎপরতায় কাশ্মীর থেকে রাজ্যে ফিরছেন ১৩১ জন শ্রমিক

spot_img

Related articles

কেকেআরে নিরঙ্কুশ শাহরুখের কর্তৃত্ব! পুরো শেয়ার রাখছেন নিজের হাতে?

কেকেআর দলে কর্তৃত্ব নিরঙ্কুশ হচ্ছে শাহরুখ খানের (Shahrukh Khan)। কয়েকদিন আগেই জানা গিয়েছিল নাইট রাইডার্সের(KKR) শেয়ার বিক্রি করছেন...

রাজ্যের সব দফতরেই EAP পোর্টাল: বাইরে থেকে আসা আর্থিক সহযোগিতার স্বচ্ছতায় জোর

রাজ্যের সব দফতরের আর্থিক লেনদেনের স্বচ্ছতা আনতে সব দফতরের জন্য ইএপি পোর্টাল ব্যবহার বাধ্যতামূলক করতে চলেছে রাজ্য সরকার।...

শুভশ্রীর কাছে ক্ষমা চাইলেন কবীর সুমন!

’লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির একটি ইভেন্টে শুভশ্রীর (Subhashree Ganguly) কাছে ক্ষমা চাইলেন কবীর সুমন। ২৫ ডিসেম্বর মুক্তি...

সাম্প্রদায়িক হিংসা-মৌলবাদী হামলার ঘটনা তীব্র নিন্দা, বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার দাবি ‘দেশ বাঁচাও গণমঞ্চ’-র

সাম্প্রদায়িক হিংসা ও মৌলবাদী হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশে (Bangladesh) প্রকৃত গণতন্ত্র ফিরিয়ে আনার দাবি জানাল ‘দেশ...