সৌরভ-কোহলি বৈঠকে প্রথম কী কথা হয়েছিল জানেন?

অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে বোর্ড,প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রথম সাক্ষাৎ কেমন ছিল? এক ঘণ্টার সেই আলোচনার শুরুতেই কোহলি-রোহিতকে কী বলেছিলেন বাংলার মহারাজ? রহস্য নিজেই ভেঙেছেন বাংলার মহারাজ। বলছেন, আমার প্রথম কথা ছিল আমাদের দিন-রাত্রির টেস্ট খেলা উচিৎ। তিন সেকেন্ডের মধ্যে বিরাট জবাবে বলেছিল, আচ্ছা তাহলে তাই হবে। আমরা খেলব। আমি সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইনি। তাই যুক্তি হিসেবে বলি যে, ফাঁকা মাঠে টেস্ট খেলে কোনও লাভ নেই। দিন-রাতের টেস্ট খেললে ভারতে খেলার চাহিদা আরও বাড়বে। যদি টি-২০ ম্যাচে মাঠ দর্শকে ভরে যায়, তাহলে টেস্ট ক্রিকেটেও লোক আসবে। সঠিক পরিকল্পনা করে এগিয়ে যেতে হবে, সঙ্গে সময়ের তালে তালে নিজেদেরকে পরিবর্তন করতে হবে। ভারতে সবে শুরু হল। সব দেশে হতে হবে। তাহলে একটা সার্বিক পরিবর্তন হবে। স্পষ্ট ভাষায় নিজের অবস্থান ব্যাখ্যা করেন প্রাক্তন অধিনায়ক, বর্তমান অধিনায়ককে।

আরও পড়ুন – প্রকাশিত হল ভারতের নতুন মানচিত্র

Previous articleহাতে মাত্র ৪ দিন! শিবসেনার ঘোষণা তাদের পাশে ১৭০ বিধায়ক
Next articleফের ভিন রাজ্যে মৃত্যু বীরভূমের এক শ্রমিকের