ছট নৈরাজ্যে ক্ষুব্ধ, বুঝিয়ে দিলেন অভিষেক

ছটপুজো যে বিধি ভেঙে জলাশয়গুলিতে যে নৈরাজ্য দেখা গেছে, তার নিন্দা করে সাংসদ ও তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটে লিখেছেন,” ধর্ম যার যার হলেও উৎসব সবার। কিন্তু উৎসবের নামে হুজ্জুতি ও নৈরাজ্য করলে তা ধর্মকে ম্লান করে দেয়, এটা ভুলে যাবেন না।” এইঘটনায় অভিষেক যে দুঃখিত, তাও তিনি বুঝিয়ে দিয়েছেন। রবীন্দ্র সরোবরে নৈরাজ্যের সময় পুলিশ প্রশাসন নীরব দর্শক ছিল। এনিয়ে মানুষ ক্ষুব্ধ। অভিষেকের কথায় পরিষ্কার যে তিনি মানুষের এই বিরক্তি ও নেতিবাচক ধারণাকে গভীরভাবে অনুধাবন করে দলের পক্ষে ড্যামেজ কন্ট্রোল করছেন।

Previous articleগরুর দুধে সোনা! এ কী বললেন দিলীপ ঘোষ
Next articleহ্যাপি বার্থ ডে বিরাট কোহলি