গরুর দুধে সোনা! এ কী বললেন দিলীপ ঘোষ

বিজেপির বিজ্ঞান ভাবনাটাই আলাদা। বর্ধমানে গাভীকল্যাণ সমিতির সভায় দিলীপ ঘোষ বলেন,”গরুর দুধে সোনার ভাগ থাকে।তাই দুধের রং হলুদ হয়। দেশি গরুর কুঁজে স্বর্ণনাড়ি থাকে। সূর্যের আলো পড়লে তা থেকে সোনা তৈরি হয়।”

এতেই শেষ নয়। দিলীপ বলেন,” দেশি গরুর পুজো করুন। ওরা গোমাতা। বিদেশি গরু হাম্বা ডাকে না। ওরা মা নয়, আন্টি।”

দিলীপের গোব্যাখ্যা শুনে চাঞ্চল্য তুঙ্গে। তবে হ্যাঁ, বছর তিনেক আগে গুজরাটের জুনাগড় কৃষি বিশ্ববিদ্যালয়ের কিছু গবেষক গিরের চারশো গরুকে নিয়ে সমীক্ষার পর দাবি করেছিলেন গোমূত্রে সোনা আছে। এই সোনা আছে ক্লোরাইড যৌগ হিসেবে।”
বিজ্ঞানীরা দিলীপবাবুর গোদুগ্ধে সোনার তত্ত্ব উড়িয়ে দিয়েছেন।

Previous articleভারতের ক্রিকেট নির্বাচকদের কার্যত অযোগ্য বলে দিলেন যুবরাজ
Next articleছট নৈরাজ্যে ক্ষুব্ধ, বুঝিয়ে দিলেন অভিষেক