একুশে সরকার গড়বে তৃণমূল, প্রত্যয়ী মমতা

২০২১-এর বিধানসভা নির্বাচনে রাজ্যে সরকার গঠন করবে তৃণমূলই। মঙ্গলবার, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শিক্ষক-শিক্ষিকাদের সভায় এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, কেউ যদি মনে করে যে আগামী বিধানসভা ভোটে তৃণমূল সাফ হয়ে যাবে, তবে সেটা তার পাপ।

গত লোকসভা ভোটে এ রাজ্য থেকে ১৮টি আসন পেয়ে নিজেদের শক্তিশালী মনে করতে শুরু করেছে গেরুয়া শিবির। এমনকী, বিজেপি নেতারা এই বলে আস্ফালন শুরু করেছেন, যে একুশে রাজ্যে থেকে সাফ হয়ে যাবে তৃণমূল। এদিনের সভা থেকে বিজেপির নাম না করে মুখ্যমন্ত্রী বলেন, আগামী দিনে এই রাজ্যে ফের মা-মাটি-মানুষের সরকার গঠিত হবে। তারা গর্বের সঙ্গে কাজ করবে, দাঙ্গা বাধাবে না। আগামী বিধানসভা ভোটে যে তাঁরাই ক্ষমতায় আসতে চলেছেন, সেই বিষয়ে আশা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন – বুদ্ধিজীবীরা কুকুরের মাংস খান, ফের বিস্ফোরক দিলীপ

Previous articleবুদ্ধিজীবীরা কুকুরের মাংস খান, ফের বিস্ফোরক দিলীপ
Next articleচন্দননগরের সঙ্গে পাল্লা দিয়ে চলছে বারাকপুর জগদ্ধাত্রী পুজো