চন্দননগরের সঙ্গে পাল্লা দিয়ে চলছে বারাকপুর জগদ্ধাত্রী পুজো

চন্দননগরের সঙ্গে পাল্লা দিয়ে চলছে বারাকপুরের জগদ্ধাত্রী পুজো। ইতিহাস অনুযায়ী নদীয়ার কৃষ্ণনগর থেকে শুরু জগদ্ধাত্রী পুজো, পরবর্তীকালে তা ছড়িয়ে পড়ে হুগলির চন্দননগরে। গঙ্গার এপারে,ভাটপাড়া, মাদরাল,কেউটিয়া, জগদ্দল, কাঁকিনাড়া, শ্যামনগর, ইছাপুর, চলছে রমরমিয়ে চলছে জগদ্ধাত্রী পুজো। কৃষ্ণনগর যেমন বিখ্যাত প্রতিমার রূপদানে,চন্দননগর বিখ্যাত আলোর রোশনাইতে, আর দু জায়গার মেলবন্ধন ঘটিয়েছেন বারাকপুর শিল্পাঞ্চলের জগদ্ধাত্রী পুজো কর্তারা। কৃষ্ণনগর, চন্দননগরে পুজো শুরু হয় প্রথমা থেকে এপারে পুজো শুরু হয় নবমী থেকে। অষ্টমী পুজোতে উদ্বোধনের আগেই দর্শনার্থীদের ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে পুলিশ থেকে পুজো কর্তাদের। সারা এলাকায় আলোকসজ্জায় ঝলমল করছে। সাবেকি থেকে থিম মিলে মিশে একাকার। প্যান্ডেলের মধ্যেও আধুনিকতার ছোঁয়া। বিভিন্ন যায়গায় চলছে মেলা।

আরও পড়ুন-বুদ্ধিজীবীরা কুকুরের মাংস খান, ফের বিস্ফোরক দিলীপ

 

Previous articleএকুশে সরকার গড়বে তৃণমূল, প্রত্যয়ী মমতা
Next articleচুরির পরে গ্যাস বুকিং-এর টাকা, সিমকার্ড ফেরৎ দিল ‘দয়ালু’ চোর