চন্দননগরে পৌঁছে জগদ্ধাত্রী পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবমীর পুজো সারলেন সেখানে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে পৌঁছলেন চন্দননগরে। সেখানে পৌঁছে তিনি স্থানীয়দের সঙ্গে দেখা করেন। এরপর পুজো মণ্ডপে যান। সেখানে গিয়ে বড় কালীতলা জগদ্ধাত্রী পুজো কমিটিতে পুজো দিলেন মুখ্যমন্ত্রী। এরপর বিভিন্ন পুজো মণ্ডপও পরিদর্শন করেন তিনি।

আরও পড়ুন-কোনও মাটির প্রলেপ নয়, কাগজের তৈরি জগদ্ধাত্রী
