অযোধ্যা রায়: সঙ্ঘ ঘনিষ্ঠ সংগঠন ও সদস্যদের সতর্ক করল আরএসএস

অযোধ্যা রায় প্রকাশের পর দেশের সর্বত্র যাতে শান্তি-সম্প্রীতি ও শৃঙ্খলা বজায় রাখা হয় সেজন্য সঙ্ঘ-সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালনের কথা বলল আরএসএস। আসন্ন অযোধ্যা রায়ের কথা মাথায় রেখে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের শীর্ষ স্তর থেকে সঙ্ঘ পরিবারের অভ্যন্তরে সতর্কতা জারি করা হয়েছে। বলা হয়েছে, মামলার রায় যাই হোক, প্রকাশ্যে অনুমতি ছাড়া ইচ্ছেমত প্রতিক্রিয়া দেওয়া যাবে না। সঙ্ঘ পরিবারের কোনও সংগঠন ও সদস্য যেন রাস্তায় নেমে বা সোশ্যাল মিডিয়ায় কোনও ভাবাবেগে আঘাত করে মত প্রকাশ না করেন। এই কারণে বিশ্ব হিন্দু পরিষদকে প্রকাশ্য সব কর্মসূচি স্থগিত রাখতে বলেছে আরএসএস। বলা হয়েছে, রায় নিয়ে কারুর কিছু বলার থাকলে তা তাকে নিজের বাড়িতে বসে বলতে হবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, আইনশৃঙ্খলার অবনতি হলে তার দায় যাতে সঙ্ঘ পরিবারের উপর না আসে সেজন্য আগে থেকেই বাড়তি সতর্ক আরএসএস।

Previous articleরাজ্যপালের মন্তব্যে ক্ষোভ বাড়ছে বিরোধীদেরও
Next article‘ভালো-বাসা’ শূন্য করে নবনীতা আজ নোঙর ফেলছেন অন্য দ্বীপে