দলের নবনির্বাচিত বিধায়কদের জন্য এবার নিরাপত্তার আর্জি জানাল শিবসেনা। দলে ভাঙনের আশঙ্কায় 56 জন বিধায়ককে হোটেলে রাখা হয়েছে। গতকাল রাঙ্গশারদা হোটেলে রাখা হলেও আজ তাদের হোটেল মাড আইল্যান্ডে স্থানান্তর করার সিদ্ধান্ত হয়েছে। বিধায়কদের নিরাপত্তা চেয়ে শিবসেনা চিঠি দিয়েছে মুম্বই পুলিস কমিশনারকে। চিঠিতে শিবসেনা বিধায়কদের 15 নভেম্বর পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
