Monday, November 17, 2025

ফড়নবিশ বনাম উদ্ধব: পরস্পরের বিরুদ্ধে কে কী বললেন?

Date:

তিক্ততা চরমে। দুই জোট শরিকের খেয়োখেয়ির জেরে যৌথভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়েও মহারাষ্ট্রে সরকার গঠন করতে পারল না বিজেপি ও শিবসেনা। ফল ঘোষণার 15 দিন পরও রাজ্যে চূড়ান্ত অচলাবস্থা। কাল শনিবারই শেষ হচ্ছে রাজ্য বিধানসভার মেয়াদ। শেষপর্যন্ত হয়তো রাষ্ট্রপতি শাসনের পথেই এগোচ্ছে মহারাষ্ট্রের ভবিষ্যত। তার আগে শুক্রবার রাজ্যের দুই শরিক নেতার তিক্ত বাকযুদ্ধ দেখল গোটা মহারাষ্ট্র। প্রথমে সাংবাদিক সম্মেলন করে শিবসেনার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। এরপর পাল্টা সাংবাদিক সম্মেলনে যাবতীয় অভিযোগ অস্বীকার করেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। পরস্পরের বিরুদ্ধে ঠিক কী কী বললেন দুই শরিক নেতা?

দেবেন্দ্র ফড়নবিশের অভিযোগ, জনাদেশ অমান্য করে রাজ্যের মানুষের সঙ্গে প্রতারণা করেছে শিবসেনা। সমস্যা মেটাতে উদ্ধব ঠাকরেকে বারবার ফোন করলেও তিনি ধরেননি! গত পনেরো দিন ধরে বিজেপির বিরুদ্ধে শিবসেনার কিছু নেতা যেভাবে একতরফা কটূক্তি করে গেছেন, তা অভাবনীয়। একটি শরিক দলের নেতারা অন্য শরিক দল সম্পর্কে কীভাবে এই কটূক্তি করতে পারেন? 50:50 ফর্মূলা বা মুখ্যমন্ত্রী পদ নিয়ে উদ্ধব ঠাকরেকে কোনও প্রতিশ্রুতি দেননি অমিত শাহ। এই বিষয়ে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সভাপতি অমিত শাহ সম্পর্কে অসম্মানজনক মন্তব্য করছে শিবসেনা। এসব মানা যাবে না।

অন্যদিকে, ফড়নবিশের অভিযোগ অস্বীকার করে উদ্ধব ঠাকরে বলেন, সরকার গড়তে না পারার দায় বিজেপির। বিজেপিকে নিয়ে অথবা বিজেপিকে ছাড়া যেভাবেই হোক না কেন, মহারাষ্ট্রে শিবসেনারই মুখ্যমন্ত্রী হবে। আমি বালাসাহেব ঠাকরেকে কথা দিয়েছিলাম। বিজেপিই প্রতিশ্রুতি ভঙ্গ করছে। কারণ ঠাকরেরা মিথ্যা কথা বলে না। আর মোদিজি, অমিতজিকে অসম্মান করার কোনও প্রশ্নই নেই। মোদিজি আমাকে ভাই বলে সম্বোধন করেছিলেন। সেটা বোধ হয় বিজেপির কারুর কারুর পছন্দ নয়।

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version