আমার পরিবারে তৈরি হল শূন্যতা, অঞ্জনের প্রয়াণে বললেন সৃঞ্জয়

প্রয়াত মোহনবাগানের প্রাণপুরুষ অঞ্জন মিত্র। একটি যুগের অবসান। ছোটবেলা থেকে ‘অঞ্জনকাকু’র সঙ্গে বেড়ে ওঠা। তারপর এক প্রকার তাঁর জেদেই ক্লাব প্রশাসনের অন্দরে প্রবেশ সৃঞ্জয় বোসের। আপাতত ক্লাবের অন্যতম চালিকাশক্তি। হাসপাতাল থেকে শেষ যাত্রায় ছিলেন সারাক্ষণ। প্রিয়জন হারানো পর ‘এখন বিশ্ববাংলা সংবাদ’-এর চিত্রসাংবাদিক প্রকাশ পাইনের ক্যামেরার সামনে মুখ খুললেন সৃঞ্জয়, কথা বললেন প্রেরণা গুই।

অঞ্জন মিত্রের প্রয়াণে কী বললেন সৃঞ্জয়। দেখুন ভিডিও…

আরও পড়ুন-অঞ্জন মিত্রকে শেষ শ্রদ্ধা বিশিষ্টজনদের