সাংসদ তহবিলের অর্থে দিনহাটায় স্কুল সম্প্রসারণ, উদ্বোধনে কুণাল

কোচবিহারের দিনহাটা। এই জেলারই মাতালহাটের বড়ভিটা সুরেন্দ্রনাথ বর্মণ আদর্শ বিদ্যালয়। এই স্কুলেরই নতুন ক্লাস ঘর নির্মাণ ও ভবন সম্প্রসারণ অনুষ্ঠানে উপস্থিত প্রাক্তন সাংসদ-সাংবাদিক কুণাল ঘোষ। অসংখ্য পড়ুয়া আর এলাকার মানুষের ভালবাসায় ভেসে মঞ্চে পৌঁছলেন কুণাল। তাঁর সাংসদ তহবিলের অর্থেই তৈরি হয়েছে নতুন ভবন। এবং অবশ্যই বলতে হবে জেলা পরিষদের সদস্য কৃষ্ণকান্ত বর্মনের নাম। যিনি সুদূর কোচবিহার থেকে বারবার কলকাতায় এসে কুণালবাবুর সাংসদ তহবিলের অর্থ কোচবিহারে এনে এলাকার উন্নয়ন যজ্ঞে কাজে লাগিয়েছেন। খুদে পড়ুয়ার হাত ধরে উদ্বোধন করলেন প্রাক্তন সাংসদ নিজেই। সেই উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকেই কুণাল ঘোষ যা বললেন তা শুনুন এবং দেখুন ‘এখন বিশ্ববাংলা সংবাদ’-এর চিত্রসাংবাদিক বিকাশ কল্পের ক্যামেরায়।

দেখুন ভিডিও…

আরও পড়ুন-মহাসমারোহে হতে চলেছে 25তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন