অযোধ্যা মামলার live update

■ নির্মোহী আখড়ার দাবি খারিজ

■ হাদিসের ব্যাখ্যা আদালত করতে পারে না।
■ পুরাতত্ত্ব বিভাগ ওই বিতর্কিত স্থানে খননকার্য চালিয়ে যা উদ্ধার হয়েছে তার সঙ্গে মুসলিম স্থাপত্যের মিল নেই।
■ তবে ওখানে মন্দির ছিল এমন কথা পুরাতত্ত্ব বিভাগ বলেনি।
■ কারও আস্থা অপরের অধিকার হরণ করতে পারে না
■ অধিকার কেবলমাত্র বিশ্বাসের ভিত্তিতে হতে পারে না।
■ খালি জমিতে মসজিদ তৈরি হয়নি।
■1934 সালের দাঙ্গার পর ওই এলাকায় মুসলিমদের নিয়ন্ত্রণ ছিল না।
■ মন্দির ভেঙে মসজিদ হয়েছে, এমন প্রমাণ এখনও মেলেনি।
■ জমির নীচে কাঠামো পাওয়া গিয়েছে, সেই কাঠামো ইসলাম স্থাপত্যের নয়।

■ 1856-57-র আগে ওই স্থানে নমাজ পড়ার প্রমান মেলেনি।

■ বিতর্কিত জমি রামলালার

■ বিতর্কিত 2.77 একর জমি রামলালা বিরজমানের।

■ সুন্নি ওয়াকফ বোর্ডকে বিকল্প 5 একর জমি দিতে হবে।

■ আগামী 3 মাসের মধ্যে কেন্দ্রীয় সরকারকে ট্রাস্ট গঠন করে মন্দির নির্মানের ব্যবস্থা করতে হবে।

Previous articleফড়নবিশের ইস্তফা, কাছাকাছি শিবসেনা-কংগ্রেস-এনসিপি
Next articleরায়ে সন্তুষ্ট, মত সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবীর