Thursday, December 4, 2025

অযোধ্যার রায় ঘিরে দেশজুড়ে কড়া সতর্কতা

Date:

Share post:

অযোধ্যা মামলার রায় আর কিছুক্ষণের মধ্যেই দেওয়া হবে। শনিবার ছুটির দিনেই মামলার রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট। শুক্রবার রাত নটা নাগাদ সুপ্রিম কোর্ট হঠাৎই ঘোষণা করে শনিবার সকাল সাড়ে ১০টায় দেশের সবচেয়ে স্পর্শকাতর মামলাটির রায় ঘোষণা করবে। তার আগে উত্তরপ্রদেশের মুখ্য সচিব এবং পুলিশ প্রধানকে নিজের চেম্বারে ডেকে কথা বলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। গোটা উত্তরপ্রদেশের জন্য কী কী নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে তা তিনি আলোচনা করেন। অযোধ্যার বিতর্কিত এলাকাটিতে ১৪৪ধারা জারি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ এবং সিআরপিএফ মোতায়েন করা হয়েছে। সোশ্যাল মিডিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়াও বিতর্কিত এলাকাটিকে ঘিরে রাখা হয়েছে। কার্যত দুর্গের আকার নিয়েছে। প্রায় প্রত্যেকটি দলই শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছে। রেল স্টেশনগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। বাসট্যান্ডগুলিতে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে। উচ্চ পর্যায়ে বৈঠক করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগী। দুটি হেলিকপ্টারও তৈরি রাখা হয়েছে। শুধু উত্তরপ্রদেশ নয়, শহর কলকাতাসহ রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রত্যেকটি থানার ওসিকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন। উত্তরাখণ্ড, দিল্লি, মধ্যপ্রদেশ এবং জম্মুর স্কুল কলেজ বন্ধ রাখা হয়েছে। ৫ বিচারপতিকে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হয়েছে। শনিবার ছুটির দিনে যে রায় ঘোষণা করা হবে, তা কেউ ভাবেননি। আগামী ১৭ তারিখ প্রধান বিচারপতির রঞ্জন গগৈ অবসর নেবেন। আগামী সোম ও মঙ্গলবার সুপ্রিম কোর্টের ছুটি ছিল। তাই সকলে ধরেই নিয়েছিলেন বুধবার হয়তো রায় ঘোষণা করা হবে। কিন্তু শনিবার ছুটির দিনে রায় ঘোষণা করে নজিরবিহীন সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট।

spot_img

Related articles

কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন! দ্রুত কমছে এসআইআর-এ ভোটারহীন বুথ 

এসআইআর-এর ভোটারহীন বা ‘শুষ’ বুথগুলির সংখ্যা দ্রুত কমতে শুরু করেছে। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে যে সংখ্যা ছিল ২২০৮,...

বহুতল সমস্যা সমাধানে সর্বদা পাশে রাজ্য সরকার: জানালেন মুখ্যমন্ত্রী

বহুতল সমস্যা সমাধানে রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেস পাশে থাকবে। আরও স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার...

রাজ্যের শিক্ষক-কর্মীদের জন্য সুখবর: এবার মিলবে অতিরিক্ত ১০% মহার্ঘ ভাতা

স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে ঘোষণা করা হল যে রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুল এবং সংস্কৃত টোলের শিক্ষক...

শিক্ষামন্ত্রী না থাকলে বিজয়ের গোড়ায় পৌঁছানো সম্ভব হত না: কৃতজ্ঞতা প্রকাশ পর্ষদ সভাপতির

রাজনৈতিক অভিসন্ধি থেকে যে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তা প্রমাণ...