Sunday, August 24, 2025

অযোধ্যার রায় ঘিরে দেশজুড়ে কড়া সতর্কতা

Date:

Share post:

অযোধ্যা মামলার রায় আর কিছুক্ষণের মধ্যেই দেওয়া হবে। শনিবার ছুটির দিনেই মামলার রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট। শুক্রবার রাত নটা নাগাদ সুপ্রিম কোর্ট হঠাৎই ঘোষণা করে শনিবার সকাল সাড়ে ১০টায় দেশের সবচেয়ে স্পর্শকাতর মামলাটির রায় ঘোষণা করবে। তার আগে উত্তরপ্রদেশের মুখ্য সচিব এবং পুলিশ প্রধানকে নিজের চেম্বারে ডেকে কথা বলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। গোটা উত্তরপ্রদেশের জন্য কী কী নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে তা তিনি আলোচনা করেন। অযোধ্যার বিতর্কিত এলাকাটিতে ১৪৪ধারা জারি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ এবং সিআরপিএফ মোতায়েন করা হয়েছে। সোশ্যাল মিডিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়াও বিতর্কিত এলাকাটিকে ঘিরে রাখা হয়েছে। কার্যত দুর্গের আকার নিয়েছে। প্রায় প্রত্যেকটি দলই শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছে। রেল স্টেশনগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। বাসট্যান্ডগুলিতে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে। উচ্চ পর্যায়ে বৈঠক করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগী। দুটি হেলিকপ্টারও তৈরি রাখা হয়েছে। শুধু উত্তরপ্রদেশ নয়, শহর কলকাতাসহ রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রত্যেকটি থানার ওসিকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন। উত্তরাখণ্ড, দিল্লি, মধ্যপ্রদেশ এবং জম্মুর স্কুল কলেজ বন্ধ রাখা হয়েছে। ৫ বিচারপতিকে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হয়েছে। শনিবার ছুটির দিনে যে রায় ঘোষণা করা হবে, তা কেউ ভাবেননি। আগামী ১৭ তারিখ প্রধান বিচারপতির রঞ্জন গগৈ অবসর নেবেন। আগামী সোম ও মঙ্গলবার সুপ্রিম কোর্টের ছুটি ছিল। তাই সকলে ধরেই নিয়েছিলেন বুধবার হয়তো রায় ঘোষণা করা হবে। কিন্তু শনিবার ছুটির দিনে রায় ঘোষণা করে নজিরবিহীন সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট।

spot_img

Related articles

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...