করিডোর উদ্বোধনেও প্রধানমন্ত্রীর মুখে ৩৭০ ধারা বিলোপ ও নাগরিকত্ব বিলের কথা। বললেন এর ফলে শিখরাও কাশ্মীরে সমান অধিকার পাবেন। নাগরিকত্ব আইন সংশোধনের ফলে প্রতিবেশী দেশ থেকে আসা শিখরা এ দেশের নাগরিকত্ব পাবেন।

প্রধানমন্ত্রীর হাত ধরেই শনিবার খুলে গেল কর্তারপুর করিডোর, গুরু নানকের ৫৫০তম জন্মদিনে। এই করিডোরের উদ্বোধন হলো পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে ধন্যবাদ জানিয়ে। বলেন উনি কর্তারপুর নিয়ে ভারতের ভাবনা বুঝেছেন, ভারতের ভাবনাকে সম্মান দিয়েছেন, সেই মতো কাজ করেছেন। কর্তারপুরকে শুধু ঐতিহ্য নয়, প্রধানমন্ত্রী বলেন এটা হল মানবতার প্রতীক। ধন্যবাদ জানান শিরোমনি গুরুদ্বার প্রবন্ধ কমিটিকে। অন্যদিকে পাকিস্তানের দিক থেকেও এই করিডোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইমরান খান তার জন্য পৃথক অনুষ্ঠান হবে।
