রায় যুগান্তকারী, বললেন অমিত

অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, এই রায়ের সকলেই যাতে মেনে নেয় তার জন্য আনুরোধ জানাচ্ছি। দেশের বিচারবিভাগকে অভিনন্দন, কারন দশকের পর দশক বিতর্ক চলে আসছিল। আপাতত বিতর্কের অবসান।আইনি সমাধান হয়েছে। এছাড়া মামলায় অংশ নেওয়া সংগঠনগুলিকেও স্বাগত জানাচ্ছি। তার কারন, প্রত্যেকে তাদের নিজস্ব মতামত দিয়েছে। কোর্ট দীর্ঘ বিবেচনার পর রায় দিয়েছে। সন্তসমাজকেও তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন। পরিশেষে বলেছেন, সুপ্রিম কোর্টের রায় এই যুগান্তকারী রায় মাইলফলক হয়ে থাকবে, যা ভারতের ঐক্য ও সংস্কৃতিকে আরও শক্তিশালী করবে।

Previous article১২০ কিলোমিটার দূরে বুলবুল, রাজ্যে যা পরিস্থিতি
Next articleকর্তারপুর করিডোর উদ্বোধনেও মোদির মুখে ৩৭০