সুপ্রিম কোর্টের রায়ে সন্তুষ্ট সুন্নি ওয়াকফ বোর্ড। অযোধ্যার বিতর্কিত জমির রামলালার বলে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবী জানান, অযোধ্যারই অন্য গুরুত্বপূর্ণ জায়গায় তাঁদের অন্য জায়গায় পাঁচ একর জমি দেওয়া হবে। এই সিদ্ধান্তে তাঁরা খুশি। সেখানে ‘আলিশান’ মসজিদ বানানো হবে। ভারতের মধ্যে সর্ববৃহৎ মসজিদ তৈরি করা হবে বলেও জানানো হয়েছে। রামের প্রতি শ্রদ্ধা জানিয়েই সুপ্রিম কোর্টের রায় মাথা পেতে নিচ্ছেন বলে জানিয়েছেন সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবী। তবে এই বিষয়ে অন্যান্য মুসলিম সংগঠনের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।
