অযোধ্যা-রায়ে ‘বলীয়ান’ বিশ্ব হিন্দু পরিষদের লক্ষ্য এবার বাংলা

বিশ্ব হিন্দু পরিষদ-এর লক্ষ্য এবার বাংলা। অযোধ্যা-রায়ের পর যথেষ্টই শক্তিশালী হওয়া VHP এবার এ রাজ্যে সংগঠন বাড়াতে চলেছে।সূত্রের খবর, আগামী 17 নভেম্বর বিশ্ব হিন্দু পরিষদ এ রাজ্যে সদস্য সংগ্রহ অভিযান শুরু করছে। 3 বছর পর VHP এই অভিযান করছে বঙ্গে। গোটা দেশে 50 লক্ষ সদস্য করার লক্ষ্যমাত্রা ধার্য করেছে বিশ্ব হিন্দু পরিষদ। অযোধ্যা মামলার রায় ঘোষণার পরিপ্রেক্ষিতে তাদের সদস্য সংগ্রহ অভিযানে বাড়তি জোয়ার আসবে বলে আশা করা হচ্ছে।

এ রাজ্যের বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র সৌরীশ মুখোপাধ্যায় জানিয়েছেন, বাংলা থেকে তাঁরা সদস্যপদ কয়েকগুণ বাড়িয়ে নিতে চাইছে। রাজনৈতিক মহলে যথেষ্ট সন্দেহ আছে, অযোধ্যা-রায়ের হাওয়ায় বাংলায় VHP-র সদস্য কতখানি বাড়বে, তা নিয়ে । কারণ মাত্র কয়েকটি জেলা ছাড়া বাংলার আর কোথাও বিশ্ব হিন্দু পরিষদের সংগঠন তেমন শক্তিশালী নয়। যদিও পরিষদের নেতৃত্ব তা নিয়ে ভাবছেন না। তাঁদের বক্তব্য, বিরোধীরা দেওয়ালের লিখন পড়তে পারছেনা। সদস্যসংখ্যা উল্লেখযোগ্য হারেই বৃদ্ধি পাবে।

আরও পড়ুন-শাহের নির্দেশে বঙ্গ-বিজেপিতে গুরুত্ব বাড়ছে সাংসদ স্বপনের

 

Previous articleশাহের নির্দেশে বঙ্গ-বিজেপিতে গুরুত্ব বাড়ছে সাংসদ স্বপনের
Next articleশিবসেনার সঙ্গে যাওয়া মহা ভুল, কং হাইকম্যান্ডকে বললেন সঞ্জয় নিরুপম