শিবসেনার সঙ্গে যাওয়া মহা ভুল, কং হাইকম্যান্ডকে বললেন সঞ্জয় নিরুপম

মহারাষ্ট্রে শিবসেনার সঙ্গে কংগ্রেস-এনসিপি জোটের হাত মেলানোকে তীব্র কটাক্ষ করলেন রাজ্য কংগ্রেসের প্রভাবশালী নেতা সঞ্জয় নিরুপম। তিনি বলেন, ভোটের ফল বেরনোর পরেই সিদ্ধান্ত হয়েছিল কংগ্রেস-এনসিপি বিরোধী আসনে বসবে। এখন শিবসেনার সঙ্গে জোট করলে কংগ্রেসের পক্ষে ব্লান্ডার হবে। এই হঠকারী সিদ্ধান্ত না নেওয়ার জন্য কংগ্রেস হাইকম্যান্ডের কাছে আবেদন জানাব। শিবসেনাকে সমর্থন দিলে কংগ্রেসেরই ক্ষতি হবে।

প্রসঙ্গত, মুম্বই কংগ্রেসের প্রাক্তন সভাপতি সঞ্জয় নিরুপম অতীতে শিবসেনারই সাংসদ ছিলেন। শিবসেনার হয়ে প্রথমবার রাজ্যসভার সাংসদ হয়েছিলেন তিনি। পরে শিবসেনা থেকে পদত্যাগের পর কংগ্রেসে যোগ দেন। কংগ্রেসের হয়ে তিনি প্রথমে রাজ্যসভা ও 2009 সালে লোকসভার সদস্য হন।

আরও পড়ুন-অযোধ্যা-রায়ে ‘বলীয়ান’ বিশ্ব হিন্দু পরিষদের লক্ষ্য এবার বাংলা

 

 

Previous articleঅযোধ্যা-রায়ে ‘বলীয়ান’ বিশ্ব হিন্দু পরিষদের লক্ষ্য এবার বাংলা
Next articleটাওয়ার বসানো ঘিরে উত্তপ্ত চুঁচুড়া