Wednesday, December 24, 2025

৫৫০তম প্রকাশ পূরব উৎসবে গুরু নানকের নামে সংগ্রহশালা করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

শহীদ মিনার প্রাঙ্গণে শিখ ধর্মগুরু গুরু নানকের ৫৫০তম প্রকাশ পূরব উৎসবে গিয়ে তাঁর নামে সংগ্রহশালা করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, রুবি হাসপাতালের পাশে গুরু নানকের নামে একটি ভবন তৈরি হবে। সেই মর্মে তিনি রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে দ্রুত জমি চিহ্নিত করে এক বছরের মধ্যে এই ভবন নির্মাণের নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর দারুণ খুশি কলকাতায় বসবাসকারী শিখ ধর্মালম্বী মানুষজন।

গুরু নানক প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী বলেন, “গুরু নানক শুধু ভারতের নয়, সারা বিশ্বের ধর্ম গুরু ছিলেন। তাঁর মধ্যে কোনও ভেদাভেদ ছিল না। শান্তি-একতা প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি সবাইকে নিয়ে চলতেন। উনি প্রতিটি ভারতবাসীর আদর্শ। তাই গুরু নানককে হিন্দুরা যেমন গুরু মানেন, একইভাবে মুসলিম সম্প্রদায়ের মানুষরা তাঁকে পীর মানেন। হিন্দু ধর্মালম্বী বালাজি ছিলেন গুরু নানকের ডান হাত। একইভাবে গুরু নানকের প্রিয় শিষ্যদের মধ্যে ছিলেন মারডানা ও আজমলের মতো মুসলিম সম্প্রদায়ের নেতাও।”

মুখ্যমন্ত্রী চান গুরু নানকের মত আরও গুরু যেন ভারতবর্ষের মাটিতে জন্ম নেন। তাঁর কথায়, “সম্প্রীতির পরম্পরা মজবুত রাখতে গুরু নানকের মতো আরও অনেক গুরুর প্রয়োজন আমাদের দেশের।” পাশাপাশি তিনি জানান, এই উৎসবে সুলতানপুর যাওয়ার জন্য পাঞ্জাবের মুখ্যমন্ত্রী তাঁকে আমন্ত্রণ করেছিলেন। কিন্তু রাজ্যে ঘূর্ণিঝড় বুলবুল-এর জেরে বিপর্যস্ত লক্ষাধিক মানুষ। অনেকে ঘরবাড়ি-জমি হারিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে প্রায় পৌনে দু’লক্ষ মানুষকে উদ্ধার করা হয়েছে। তাকেও দুর্যোগপূর্ণ জায়গাগুলিতে যেতে হয়েছিল। মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে হয়েছে। গুরু নানক এমন কাজই করতেন। গুরুকুলের আশীর্বাদে দুর্যোগ মিটেছে বলেই মনে করেন মুখ্যমন্ত্রী।

এরপর মুখ্যমন্ত্রী জানান, পাঞ্জাবের সব জেলায় তিনি ঘুরেছেন। অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাকালীন তাঁর সঙ্গে আনন্দপুর গিয়েছিলেন বলেও জানান মুখ্যমন্ত্রী। আগামী দিনে আবার তিনি পাঞ্জাবে যাবেন।

spot_img

Related articles

জনজাতি এলাকায় বেআইনি দখলদারি, উচ্ছেদের দাবি তুলতেই অসম পুলিশের গুলি, মৃত ২

বিজেপি শাসিত রাজ্যগুলিতে উপজাতি বা জনজাতির মানুষের অধিকার যে একেবারেই রক্ষিত হয় না তার প্রমাণ আগেও মিলেছে। ফের...

তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান নির্বাচন অবৈধ, পুনর্নির্বাচনের নির্দেশ হাইকোর্টের

তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান নির্বাচন নিয়ে বড়সড় পর্যবেক্ষণ হাইকোর্টের। চেয়ারম্যান চঞ্চল কুমার খাঁড়ার নির্বাচন পদ্ধতিকে অবৈধ ঘোষণা করল কলকাতা...

ফের রক্তাক্ত কোচবিহার: দিনহাটায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা

ফের দুষ্কৃতী দৌরাত্ম্য কোচবিহারে। দিনহাটার (Dinhata) বাড়ি থেকে বেরোতেই গুলি চালানো হয় তৃণমূল নেতা মিঠুন রাজভরকে লক্ষ্য করে।...

টিউশন থেকে ফেরার পথে নাবালিকাকে গলার নলি কেটে খুনের চেষ্টা! চাঞ্চল্য মালদহে 

সাতসকালে নয়, একেবারে জনবহুল সন্ধ্যার অন্ধকারে ফেরার পথে নৃশংস হামলার শিকার হল এক স্কুলছাত্রী। সোমবার সন্ধ্যায় টিউশন পড়ে...