বিরোধীদের ঘরে বসে ভাষণ, আর মুখ্যমন্ত্রী দুর্গত এলাকায় : অভিষেক

বাংলায় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রশ্নপত্রের দাবিতে সোমবার মেয়ো রোডের সভা জমিয়ে দিলেন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে যেমন তিনি কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়েছেন, তেমনি বলেছেন বাংলার অগ্রগতির কথা, প্রশাসক মমতার কথা। বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায এগিয়ে যাচ্ছে আর পিছিয়ে যাচ্ছে বিহার, ইউপি, ঝাড়খন্ড।

এমন মুখ্যমন্ত্রী পাবেন? সেই পরশু রাত থেকে উনি জেগে রয়েছেন। ভোর তিনটেতে বাড়ি ফিরেছেন। তারপরেও বুলবুলের পরিস্থিতি নিয়ে খবর নিয়েছেন। তারপর উত্তরবঙ্গে গুরুত্বপূর্ণ কাজ ছিল সে সব কাজ ফেলে আজ ছুটেছেন দুর্গত এলাকায়। ত্রাণ দিয়েছেন, সাহায্য দিয়েছেন, কথা বলেছেন। কাল আবার যাবেন বসিরহাটে। এই মুখ্যমন্ত্রীর সঙ্গে অন্যের তুলনা? এবার অভিষেক বিরোধী দলের নেতাদের কটাক্ষ করে বলেন, ওরা যখন ঘরে বসে ভাষণ দিচ্ছেন তখন রাজ্যের দুর্গতদের পাশে মুখ্যমন্ত্রী। বাংলার মুখ্যমন্ত্রী যা কাজ করছেন, ভারতের আর কেউ তা দেখাতে পারবেন না। বিরোধীদের সমালোচনকে ব্যঙ্গ করে বলেন, এখানে আলুর সাইজ ছোট কিংবা বড়, পিঁয়াজের সাইজ ছোট কিংবা বড়, সবকিছুতেই বিরোধীরা মুখ্যমন্ত্রীকে দেখেন!

আরও পড়ুন-বাড়িতে চোরের ভয়, ব্যাঙ্কে চৌকিদারের! মোদিকে বেনজির আক্রমণ অভিষেকের

 

Previous articleডেঙ্গি নিয়ে রাজ্যকে জবাব তলব
Next articleরাষ্টপতির ভাষণ জুড়ে রবীন্দ্রনাথ-গান্ধিজি