বাড়িতে চোরের ভয়, ব্যাঙ্কে চৌকিদারের! মোদিকে বেনজির আক্রমণ অভিষেকের

ফের কেন্দ্রের বিজেপি সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বেনজির আক্রমণ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় কেন বাংলা প্রশ্নপত্র নয়, সোমবার ধর্মতলায় তারই দাবিতে বিক্ষোভে সামিল হয়েছিলেন অভিষেক। এবং সেখানে ভাষণ দিতে গিয়েতিনি বলেন, “আমরা ২২, ওরা গোটা দেশে ৩০২। তারপরও বলছি, দেখে নেব কার কত কব্জির জোর। বাংলাকে বঞ্চিত হতে দেবো না। নিজেদের দাবি আদায় করেই ছাড়বো। জিএসটি, নোটবন্দি, এনআরসি, গ্যাসের দাম বৃদ্ধির সময় যেভাবে আমরা আন্দোলন করেছি বাংলা ভাষার স্বীকৃতি আদায়ে সেভাবেই আন্দোলন চালাবো।”

এরপরই মোদিকে আক্রমণ করে অভিষেক বলেন, ” টাকা বাড়িতে রাখলে কালো, ব্যাঙ্কে রাখলে গেলো। বাড়িতে চোরের ভয় ব্যাঙ্কে চৌকিদারের।”

এখানেই থেমে থাকেননি অভিষেক। প্রধানমন্ত্রীকে একহাত নিয়ে তিনি বলেন, “মোদি ক্ষমতায় আছে বলে বাংলাদেশ-নেপাল ভারতের থেকে এগিয়ে যাচ্ছে।” পাশাপাশি কেন্দ্রীয় সরকারের একটি তথ্য তুলে ধরে অভিষেক বলেন, “NCRP-এর রিপোর্ট অনুযায়ী, ভারতের অন্য রাজ্য গুলোর তুলনায় পশ্চিমবঙ্গে অপরাধের সংখ্যা অনেক কম।”

আরও পড়ুন-জয়েন্ট-এ বাংলা ভাষাকে স্বীকৃতি না দিলে আন্দোলনের হুঁশিয়ারি অভিষেকের

Previous articleউদ্ধবের ফোন সোনিয়াকে, সরকারে যেতে বৈঠকে কংগ্রেস
Next articleমূল্যবৃদ্ধি কমাতে এবং সম্প্রীতির অনুরোধ নিয়ে রাজপথে সিপিএম