কেন্দ্রীয় বাহিনী দিয়ে উপনির্বাচন করাতে চলেছে কমিশন

রাজ্যের তিন আসনে আসন্ন উপনির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন।
আগামী ২৫ নভেম্বর রাজ্যের ৩ জেলায় তিনটি আসনে উপনির্বাচন। সেই নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে এবার নিরাপত্তার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী। জানা গিয়েছে, রাজ্যে ১০ কোম্পানি আধাসেনা পাঠাচ্ছে কমিশন। তবে এই প্রথম নয়, এর আগে রাজ্যের উপনির্বাচনে আধাসামরিক বাহিনী এসেছিল।

রাজনৈতিক মহলের ধারণা, রাজ্য পুলিশে আস্থা নেই বলেই কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করছে কমিশন। নির্বাচন কমিশন সূত্রে খবর, শুধু ভোটের দিন নয়, ভোটারদের মনোবল বাড়াতে ২৫ নভেম্বরের আগে থেকেই ওই এলাকাগুলিতে রুট মার্চ করবে কেন্দ্রীয় বাহিনী। আরও জানা যাচ্ছে, বিরোধীদের দাবি মেনে অধিকাংশ বুথকে স্পর্শকাতর’ ঘোষণা করে একশো শতাংশ বাহিনী দিয়েও উপনির্বাচন করানো হতে পারে।

আরও পড়ুন-রাজ্যপাল আসছেন শুনে সিঙ্গুরের বিডিও অফিস ফাঁকা

 

Previous articleরাজ্যপাল আসছেন শুনে সিঙ্গুরের বিডিও অফিস ফাঁকা
Next articleসরকার গড়ার টেনশন? বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি সঞ্জয় রাউত